কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে বনড়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা রসুলপুর ইউনিয়নে অবস্থিত বনড়া স্কুর এন্ড কলেজের আয়োজনে গত ২৭ জানুয়ারি’২৫ সোমবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, অভিভাবক, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ঐদিন সকালে স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আনুষ্ঠানতিক উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ইন্দ্রজিত কুমার রায় ও প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র রায়। বিকালে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিপদ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বনড়া স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক লক্ষী কান্ত রায়, পরেশ চন্দ্র রায়, রাম কুমার রায়, মোঃ আনিছুর রহমান, বিপিন চন্দ্র রায়, বিশ্বজিৎ রায়, মোছাঃ খালেদা আক্তার, মোছাঃ নাসরিন আক্তারসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ক্রীড়া প্রতিয়োগীতাসহ অন্যান্য প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।