কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে বিনা মুল্যে মুরগীর খাদ্য বিতরণ করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে গতকাল (২৯ জানুয়ারি’২৫) বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে সমতল ভুমি বসবাসরত অগ্রসর নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে গৃহিত প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের সুফল ভোগীদের মাঝে জনপ্রতি ৫০ কেজি হারে ১৫০ জন মুরগী পালনকারীকে এ প্রনোদনার মুরগীর খাদ্য বিতরণ করা হয়। এসময় মুরগীর খাদ্য বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ভেটেনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভসহ সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।