বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪ ঘটিকায় দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার শিক্ষাদপ্তর সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি’র প্রাণ বখতিয়ার আহমেদ কচি, বক্তব্য প্রদান করেন পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজিবুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক শরিফ জাকারিয়া হাবিব হিরা, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাদল দেওয়ান, ১০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, কোতয়ালী তাঁতি দল এর সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপি’র এান বিষয়ক সম্পাদক নাজিমুল হক লিটন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান মন্টি, ২নং ওয়ার্ড তাঁতি দলের সভাপতি মাসুম রেজা, সহ নেতাকর্মী বৃন্দ।