Monday , 3 February 2025 | [bangla_date]

ঘোড়াঘাট ও ফুলবাড়ীতে তিন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে ও ফুলবাড়ীতে তিন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়।
শনিবার দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সহ-সভাপতি তোজাম্মেল হোসেন (৬০)কে হরিপাড়া বাজার থেকে এবং ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ (৩৭) ও সাংগঠনিক সম্পাদক মোহাব্বত হোসেন (৫০)কে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তোজাম্মেল হোসেন ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সহ-সভাপতি, এরশাদ ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তশিবপুর গ্রামের মৃত: আব্দুল হামিদ চৌধুরীর ছেলে ও তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোহাব্বত হোসেন একই ইউনিয়নের বড়গাছা গ্রামের মৃত: আবুল হোসেনের ছেলে ও তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৪ আগষ্ট ঘোড়াঘাট পৌরসভার বাসষ্ট্যান্ডে ছাত্র জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভাংচুর,অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ২৪ আগষ্ট থানায় ৪০জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৭০-৮০জনকে আসামী করে মামলা দায়ের হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে তাকে শনিবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার হরিপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার মামলায় তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে দুই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গত ২০২৪সনের ২১অক্টোবর রাতে ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়। ঘটনায় পরেরদিন স্বেচ্ছাসেবক দল নেতার বাবা রুহুল আমিন বাদী হয়ে হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় মাদক ও সন্ত্রাস বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

ইয়াসমীন ট্রাজেডীর ২৭ বছর পূর্তি ও সামু, কাদের, সিরাজসহ নিহতদের স্মরণে আয়োজিত ‘স্মরণ সভায়’ এমপি গোপাল

বোচাগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বড়পুকুরিয়া খনির নতুন ফেজে কাজ শুরু করতে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

বোদায় মহিলা দলের বর্ধিত সভা

বোদায় মহিলা দলের বর্ধিত সভা

বীরগঞ্জে চতুর্থ ধাপের নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

হরিপুরে ফেন্সিডিল কারখানায় পুলিশের হানা

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত  কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক  উন্মোচন ৫ ডিসেম্বর

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক উন্মোচন ৫ ডিসেম্বর