সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান চৌধুরী।
রোববার সকাল ১১টায় গভর্নিং বডির সিদ্ধান্ত ক্রমে কলেজের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলামের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। এ সময় কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষক-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
সেখানে উপস্থিত ছিলেন-ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, রানীগঞ্জ ডিগ্রি কলেজের বর্তমান গভর্নিং বডির এডহক কমিটির হিতৈষী সদস্য মোঃ আহসান হাবিব মিঞা, সহকারী অধ্যাপক হোসনে আরা বেগম জোসনা, কানিজ সাহারা, মোঃ জাকারিয়া, মোঃ আফজাল হোসেন মাহমুদ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান ও প্রদর্শক আবু তাহের মোঃ মাফিজুল হোসেন সহ কলেজের কর্মচারীবৃন্দ।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান চৌধুরী শিক্ষক-কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কলেজ পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও