কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু-সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল সরস্বতী পুজা। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক আকারে সরস্বতী পুজার আয়োজন করেন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পুজার উৎসবে মেতে উঠে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেখা যায়, শিক্ষার্থীরা সরস্বতী পুজার আগের দিন থেকে শুরু করে পুজার দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পুজার ধুম পড়ে যায় তাদের মধ্যে। পুজা উপলক্ষে শিক্ষার্থীরা ধুর্তি পাঞ্জাবী, শাড়ি ও রং বে-রঙ্গের বাহারী পোশাক গায়ে দিয়ে এ উৎসব পালন করতে দেখা যায়। এদিকে সরস্বতী পুজা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত সরস্বতী পুজা পরিদর্শন করেছেন।