ঠাকুরগাঁও প্রতিনিধি\ঠাকুরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় দ্রæতগতির ট্রাকচাকায় গিয়াস উদ্দীন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে সদর উপজেলা শিবগঞ্জ কালিতলা দিঘিডাঙ্গী পুরাতন এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গিয়াস উদ্দীন কালিতলা দিঘিডাঙ্গী এলাকার বাসিন্দা। তিনি পারিবারিক কাজে বাড়ি থেকে বের হয়। পরে বাড়ি ফেরার সময় রাস্তা পারাপারের সময় পেছন থেকে দ্রতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন।