বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীর শিশু শিক্ষার্থী কামরুজ্জামান জেলা পর্যায়ে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তক আয়োজিত হিফযুল কোরআন প্রতিযোগিতায় মোঃ কামরুজ্জামান (১১) নামে এক শিশু শিক্ষার্থী ‘ খ’ গ্রæপে অংশগ্রহণ করে প্রায় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন। মোঃ কামরুজ্জামান আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড় সিঙ্গিয়া গ্রামের মোঃ আবুল হোসেন ও সেলিনা বেগম দম্পতির পুত্র। তিনি উপজেলার ‘ বামনকুমার আলহাজ¦ খোষ মোহাম্মদ সরকার নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর শিশু শিক্ষার্থী। ওই প্রতিষ্ঠানের মোহতামিম হাফেজ মাওলানা মোঃ শাহাজাহান আলী জানান, মোঃ কামরুজ্জামান গত ১৩ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় ‘খ’ গ্রæপে (১-১০ পাড়া) উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। এরপরে গত ২৮ জানুয়ারি জেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২২টি মাদ্রাসার শতাধীক প্রতিযোগী হিফযুল কোরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। কামরুজ্জামান শতাধীক প্রতিযোগিকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেছেন । প্রতিষ্ঠানের মোহতামিম জানান, শিক্ষার্থীদের মাঝে তিনটি গ্রæপে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতায় একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রæপে অনধিক পাঁচজন প্রতিযোগি অংশগ্রহণের সুযোগ পাবে। তিনটি গ্রæপের মধ্যে ‘ক’ গ্রæপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনুর্ধ্ব ১৮ বছর ছাত্র), ‘খ’ গ্রæপে তাজবীদসহ ২০ পারা হিফজ(অনুর্ধ্ব ১৫ বছর ছাত্র)ও ‘গ’ গ্রæপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনুর্ধ্ব ১২ বছর ছাত্র)। কামরুজ্জামান এবার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের প্রস্তুতি নিচ্ছে। কামরুজ্জামানের বাবা আবুল হোসেন বলেন, সবই আল্লাহর রহমত ,আমার সন্তানের চেষ্টা আর শিক্ষকদের অবদান। শিশু শিক্ষার্থী মোঃ কামরুজ্জামান (১১) সবার কাছে দোয়া কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিদায় সংবর্ধনা

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

আটোয়ারীতে সয়নের খুনীদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

শালিকাকে বাড়ি নামিয়ে দিয়ে  বাড়ি ফেরা হলোনা দুলাভাইয়ের

শালিকাকে বাড়ি নামিয়ে দিয়ে বাড়ি ফেরা হলোনা দুলাভাইয়ের

তেঁতুলিয়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

শেখ হাসিনার নেতৃত্ব থার্ট টার্মিনাল ও বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের মর্যাদাকে একটি ভিন্ন উচ্চতা প্রদান করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দু’ধারের শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো সড়ক ও জনপথ বিভাগ

পীরগঞ্জে বীজ ও সার বিতরণ

পীরগঞ্জে ৯৯ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব