শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের মেয়ে-জামাতাকে সংবর্ধনা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ্ মির্জা ও জামাই স্বাস্থ্যবিষয়ক বিজ্ঞানী গবেষক লেখক ডা. ফাহাম আব্দুস সালামের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর জয়নাল আবেদীন হলরুমে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সম্মানিত অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

এছাড়া, সংবর্ধনা প্রদান করেন ঠাকুরগাঁও প্রেস ক্লাব, স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি, স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাসহ সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ্ মির্জা ও জামাই ড. ফাহাম আব্দুস সালাম দেশের উন্নয়ন ও সেবায় তাদের কীর্তিমান অবদানের জন্য সম্মাননা লাভ করেছেন।এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনোতোষ কুমার দে, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

পেশায় চিকিৎসক ড. শামারুহ অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে গড়ে ওঠা ‘সিতারা’স স্টোরি’ নামে একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা তিনি।

অন্যদিকে ড. ফাহাম আব্দুস সালাম সময়ের তরুণ কণ্ঠস্বর অষ্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করে পোষ্ট ডক্টরাল ফেলোর সম্মাননা লাভ করেন। সাপ্তাহিক যায়যায় দিনে তার কলাম ‘প্রবাস পিঞ্জর’ ও ‘স্বদেশ বিহঙ্গ’ তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল।

সম্বর্ধনার জবাবে ড.শামারুহ্ মির্জা তার বক্তব্যে বলেন,পরিশ্রম ছাড়া জীবনে সফলতা কখনো আসেনা,তাই পরিশ্রমের কোন বিকল্প নেই। জীবনে সফলতা পেতে হলে এই পরিশ্রম তার মূল চাবিকাঠি।

তরুণদের উদ্দেশ্যে ড.ফাহাম আব্দুস সালাম তার বক্তব্যে বলেন,সত্যের পথে চলা ও সত্যকে সত্য বলার মধ্য দিয়েই জীবনের চলার পথ সহজ করা সম্ভব। কারণ মিথ্যা আশ্রয় নিলে সেটা মিথ্যাই থেকে যাবে। তাই সকলকে নিজের মধ্যে সত্যকে ধারণ করতে হবে,তাহলেই জীবনে সফল হতে পাড়বে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দিনাজপুর সরকারি মহিলা কলেজের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

বিশাল জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

আজ হরিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

বীরগঞ্জে আর্তমানবতার সেবায় উপজেলা প্রশাসন ও আজমল হক ফাউন্ডেশন

শরীর চর্চার মাধ্যমে একজন সুন্দর মনের মানুষ হিসেবে সামাজে প্রতিষ্ঠিত হতে হবে-নৌ প্রতিমন্ত্রী

বীরগঞ্জ থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা আটক

সেতাবগঞ্জ রেলষ্টেশনে চাহিদার তুলনায় আসন বরাদ্দ কম ঃ ট্রেনের টিকেট যেন সোনার হরিণ

বীরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে ইউএনও’র বিদায় ও নতুন ইউএনওকে বরণ

রাণীশংকৈলে গমের ডাটার আগুনে পুড়ে গেল ১০ একর জমির গম