দিনাজপুরে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল
পরিদর্শন করলেন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ক্যান্সার বিশেষজ্ঞগণ
দিনাজপুরে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসতপাতাল পরিদর্শন করলেন আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ের ক্যান্সার বিশেষজ্ঞগণ।
শনিবার দিনাজপুরে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসতপাতাল পরিদর্শন করলেন আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ের ক্যান্সার বিএসএমএমইউর সিনিয়র কনসালটেন্ট (গাইনী অনকোলজি) ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাইনী অনকোলজি বিভাগ অধ্যাপক আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাবেরা খাতুনের নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে ক্যান্সার বিশেষজ্ঞগণের মধ্যে ছিলেন ডা. শফিউল আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অবস্ এন্ড গাইনী বিভাগ) ডা: কাশেফা খাতুন, ক্যান্সার বিশেষজ্ঞ ডা: মো: শফিউল আলম, প্রকৌশলী আসাদুজ্জামান খান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আরজু শামীমা রহমান, দিনাজপুরের গাইনী বিশেষজ্ঞ ডা: নুসরাত শারমিন নিপা প্রমুখ। এসময় দিনাজপুর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসতপাতালের সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা: জিয়াউল হক জিয়া, নির্বাহী সদস্য গোলাম গাউস মন্টু, লিয়াজো অফিসার গোলাম রসুল রকেট, সিইও সৈয়দ মেজবাহ আলম, মেডিকেল অফিসার ডা: বহ্নি রায়, হাসপাতালের ম্যানেজার আকতার শামীম উপস্থিত ছিলেন।