Monday , 10 February 2025 | [bangla_date]

হাবিপ্রবিতে অনুষ্ঠিত আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়

হাবিপ্রবি সংবাদদাতা\ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
শনিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ উক্ত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও কৃষক সেবা সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হাসান, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলামসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শাকিল হাসান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আজকের এই বিতর্ক প্রতিযোগিতা এক ধরণের একাডেমিক সেশন। যেকোন বিষয় উপস্থাপনার ধরণের উপর অনেক কিছু নির্ভর করে, অনেক সময় উপস্থাপনার মাধ্যমে নেগেটিভ বিষয়কেও তোমরা বিতর্কের মাধ্যমে পজেটিভভাবে উপস্থাপন করতে পারো। যার পরিবর্তন ও প্রভাব সমাজে লক্ষ্য করা যায়। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে প্রাপ্ত ধারণা গুলো শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিবে বলে আমি প্রত্যাশা করি। পাশাপাশি এর মাধ্যমে তোমরা সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা অর্জন করতে পারো এবং ভবিষ্যতে কি করতে হবে সেটা নির্ধারণ করতে শেখো। তিনি বলেন, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের মূল চালিকাশক্তি তোমরা। গত জুলাই-আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, তোমরা সেই আন্দোলনের সহযোদ্ধা। এই আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাঁরা তোমাদেরই বন্ধু বান্ধব। তোমরা তাঁদের এই স্প্রিটটাকে সব সময় ধারণ করে সামনে এগিয়ে যাবে। বক্তব্য প্রদান শেষে তিনি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, আজকের বিতর্কের বিষয়বস্তু ছিল “এই সংসদ মিরজাফর হিসেবে সিরাজউদ্দৌলার সাথে প্রতারণা করবে না”। হাবিপ্রবি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত এবারের আয়োজনে দেশের সরকারি বেসরকারি মোট ৩২ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ওয়ার্ল্ড  ভিশনের উদ্যোগে কর্মসূচীর  গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কর্মসূচীর গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

পীরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল সোসাইটির আলোচনা সভা

বীরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

কাহারোলে ভাতগাঁও ব্রীজে গর্তের সৃষ্টি ঝুঁকির মুখে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা

আতাউর সভাপতি- আলিফ সম্পাদক রাণীশংকৈলে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

কাহারোল হিমাগারে মজুদ রয়েছে শত শত টন আলু, দাম না থাকায় আগ্রহ হারাচ্ছে চাষী

টিসিবির প্রভাবে হিলিতে  কমেছে চালের দাম

টিসিবির প্রভাবে হিলিতে কমেছে চালের দাম

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

যুক্তরাজ্যের হাইকমিশনারকে সরকারের তলব

কয়েকদিনের টানা বর্ষনে আত্রাই নদীর চর এলাকার জমির সবজি নষ্ট