বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে শিক্ষকের বাইসাইকেল নিয়ে যাওয়ার অপরাধে ছাত্রকে বেধড়ক মারপিট

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
চিরিরবন্দরে শিক্ষকের বাইসাইকেল নিয়ে যাওয়ার  অপরাধে ছাত্রকে বেধড়ক মারপিট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মাদরাসা থেকে শিক্ষকের বাইসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার অপরাধে মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে। গত ১০ ফেব্রæয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার বৈদেশিরহাট নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় এ ঘটনাটি ঘটেছে। আহত কিশোর ছাত্র ইয়াসিন আলী (১৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারপিটের শিকার ইয়াসিন আলী উপজেলার সংকৈর গ্রামের বটতলীবাজার এলাকার সামিউল ইসলামের ছেলে। গার বাম চোখ, নাক ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে।
ইয়াসিন আলীর পিতা সামিউল ইসলাম জানান, গত রবিবার বিকালে তাঁর ছেলে মাদরাসা থেকে একটি বাইসাইকেল নিয়ে বাড়িতে আসে। পরে তিনি বাইসাইকেলটি মাদরাসায় পৌঁছে দেন। গত সোমবার সন্ধ্যায় ইয়াসিন আলী মাদরাসায় যায়। তখন ওই মাদরাসার শিক্ষক শাহ আলম তাকে বেধড়ক মারপিট করেন। ছেলেটির চোখ, মুখ, নাক, কান ফেটে রক্ত পড়েছে। হাত-পায়েও আঘাত করেছে। তিনি সংবাদ পেয়ে ছেলেকে মাদরাসা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি আরও জানান, কেউ চোরকেও এভাবে পেটায় না। ছেলে সুস্থ হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবরার লাবিব বলেন, ওই শিক্ষার্থীর চোখে গুরুতর আঘাত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারপিটের আঘাতের চিহ্ন রয়েছে। তবে চোখের আঘাতটি গুরুতর হওয়ায় আমরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত শিক্ষক শাহ আলমের সঙ্গে যোগযোগ করতে তাঁর মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মাদরাসার প্রধান শিক্ষক মো. শাহিন মোবাইলফোনে বলেন, মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র ইয়াসিন আলী আমার বাইসাইকেল নিয়ে বাড়িতে গিয়েছিল। পরে আমি বাইসাইকেল খুঁজতে গিয়ে দেখি, সাইকেলটি নেই। সাইকেল না পেয়ে আমি রিকশাভ্যানে করে আমার কাজে চলে গেছি। পরে শুনতে পাই, আমাদের মাদরাসার শিক্ষক শাহ আলম ওই ছাত্রকে শাসন করেছে। শাসন করতে গিয়ে তার বেজায়গায় লেগেছে। ছেলেটি হাসপাতালে ভর্তি আছে। আমি তার খোঁজ নিয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার স্বর্ণ মূর্তির লোভে পরিবারের সর্বনাশ জিনের দেওয়া পিতলের মূর্তি

“ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ”র কাজ উদ্বোধন

বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এফপিএবি’র বার্ষিক সাধারন সভা ও শাখা পরিষদ নির্বাচন এবং পরিচিতি সভা

পীরগঞ্জে ব্যস্ত সময় পার করছে নরসুন্দররা!

সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ

কাহারাল দিন দিন জনপ্রিয় হয় উঠছ পাকা দমনর আলাক ফাঁদ

রাণীশংকৈলে জুলাই গনহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

বোচাগঞ্জে পল্লী শ্রী’র পক্ষ থেকে সিবিও নারী সদস্যদের মাঝে স্মার্ট ফোন বিতরণ

দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটকসহ ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ উদ্ধার