পঞ্চগড় প্রতিনিধি\বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলা রোভারের ১০ম ত্রি-বার্ষিক কাউন্সিলে আবারও জেলা কমিশনার নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের। অতি সম্প্রতি পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত কাউন্সিলে একমাত্র প্রতিদ্ব›িদ্ব ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিপন মো. হাবিবুর রহমানকে ৪৯-১৬ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি জেলা কমিশনার নির্বাচিত হয়েছেন। পদাধিকারবলে জেলা রোভারের সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের রংপুর বিভাগীয় রোভার স্কাউট লিডার প্রতিনিধি ও এডহক কমিটির সদস্য স্কাউটার মো. জাকিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক বিমল চন্দ্র রায়। কাউন্সিলে পঞ্চগড় জেলার সকল কলেজ, মাদ্রাসা ও কারিগরি কলেজের ৪০ জন অধ্যক্ষ ও গ্রæপ সভাপতি এবং ৬০ জন রোভার স্কাউট লিডার উপস্থিত ছিলেন। কাউন্সিলে নির্বাচনের মাধ্যমে বিজয়ী জেলা কমিশনার আব্দুল কাদের এর আগে ৫ বার জেলা সম্পাদক ও একবার জেলা কমিশনার নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৩ সালে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা রোভার সম্পাদক ও ২০১৭ সালে রংপুর বিভাগের শ্রেষ্ঠ রোভার কমিশনার নির্বাচিত হয়েছিলেন। একাধারে তিনি পঞ্চগড় জেলার হ্যান্ডবল খেলার প্রতিষ্ঠাতা, ভলিবল ও হ্যান্ডবল প্রশিক্ষক ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক, বাংলাদেশ শিশু একাডেমি পঞ্চগড়ের প্রতিষ্ঠাতা শিশু সংগঠক ছিলেন। ভলিবল খেলোয়ারী জীবনে তিনি ভারতে ৪ বার এবং বাংলাদেশে ৮ বার সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছিলেন। তিনি পঞ্চগড়ের শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সদ্য অবসরপ্রাপ্ত আরএসএল ও পিএইচটি শিক্ষক।