শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘ-টনায় নানি-নাতনিসহ ৪জন নি-হত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

রংপুর-দিনাজপুর মহাসড়কের কাহরোলে একটি ব্যাটারিচালিত অটোরিকসাকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে নারগিস বেগম ও তার নাতনি হুমায়রা, অপর ঘটনায় ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি ক্যাম্পের সামনে ট্রাকের চাপায় কিশোর সিমায় নামের কিশোর এবং পার্বতীপুরে শফিকুল ইসলাম নামে সুপারী ব্যবসায়ী সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়কের দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নাড়পুর নামক স্থানে এবং গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিজিবির ক্যাম্পের সামনে এবং শনিবার সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুর শেরপুর এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-দিনাজপুর সদর উপজেলার রামনগরের হীরাহাট এলাকার শরিফুল ইসলামের স্ত্রী নারগিস বেগম (৪০) ও তার নাতনি রামডুবি গ্রামের শুভ ইসলামের মেয়ে হুমায়রা (২ মাস), ও কিশোর সিমায় (১৩) ফুলবাড়ী উপজেলার পলিশিব নগর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে এবং শফিকুল ইসলাম যশোহর এর অধিবাসী ও সুপারী ব্যবসায়ী।
অপরদিকে আহতরা হলেন, নিহত নার্গিস বেগমের দুই মেয়ে হুমায়রার মা রিপা আক্তার (২৮) ও লিসা আক্তার (১৭)সহ ইজিবাইকচালক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরের রামডুবি এলাকা থেকে নার্গিস বেগম তার নাতনিকে নিয়ে অটোরিকশায় করে হিরাহার গ্রামে যাচ্ছিলেন। পথে কাহারোল উপজেলার দশমাইল মোড়ে একটি বাসের সঙ্গে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ তারা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নার্গিস বেগম ও হুমায়রাকে মৃত ঘোষণা করেন। এসময় অটোরিকসায় থাকা শিশু হুমায়রার মা-সহ তিনজন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিজিবির ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেল কিশোর সিমায়কে (১৩) ধাক্কা দেয়। এসময় সে ছিটকে পড়লে দ্রæতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। পার্বতীপুর থানার ওসি আব্দুস সালাম জানান, শনিবার সকাল ৮টায় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুর শেরপুর এলাকায় পাবতীপুরে ট্রাকের পিছনে সুপারী বহনকারী একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে পিকআপে থাকা সুপারী ব্যবসায়ী ও পিকআপ মালিক শফিকুল ইসলামের মৃত্যু হয়।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিব্বুল এবং পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম পৃথক ঘটনায় চারজন নিহতের সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজকে প্রত্যাহার দাবিতে কাহারোলে ঘন্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত: ২

বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি কারাগারে !

ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ সানাক্তে ল্যাব উদ্বোধন

জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারাল টাইগাররা

​ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়

বীরগঞ্জ থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা আটক

পীরগঞ্জে কমলা-মাল্টার পর এবার আপেল চাষের উজ্জল সম্ভাবনা

জাতীয় চা দিবসে কাঁচা চা পাতার মূল্য বৃদ্ধির দাবিতে পঞ্চগড়ে চা বাগান মালিক সমিতির মানববন্ধন

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে  দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু