Saturday , 15 February 2025 | [bangla_date]

খামারের সাথে শ-ত্রুতা রাতারতি ১২০০ পোল্ট্রি মুরগী নি-ধন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাতারাতি নোমান-মুন্না দুই ভাইয়ের খামারে প্রায় ১২০০ পোল্ট্রি মুরগি নিধন করেছে দুর্বৃত্তরা।খামারটিই ছিলো তাদের একমাত্র আয়ের উৎস, এখন তারা নিঃস্ব প্রায়। খামারটি পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। বিষাক্ত কোনকিছু গ্রহন করার কারণে এসব মুরগির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা এই কর্মকর্তার।
বৃহস্পতিবার (১৪ ফেব্রæয়ারি) সকালে হাকিমপুর হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ পাড়ায়) নোমান ও মুন্না দুই ভাইয়ের খামারে এঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, দুই ভাইয়ের খামারে ছিলো ১৫ দিন বয়সের প্রায় ২ হাজার পোল্ট্রি মুরগি। বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত খামারে মুরগিগুলো সুস্থ দেখেছে খামারের শ্রমিকরা।
শুক্রবার সকাল ৮টায় খামার শ্রমিকরা গিয়ে দেখতে পায় প্রায় সব মুরগি মরে পরে আছে। দীর্ঘদিন যাবৎ এই খামার করেই জীবিকা নির্বাহ করে আসছেন এই দুই ভাই। রাতারাতি মুরগিগুলো নিধন করায় তাদের মাথায় হাত পড়েছে। খামার শ্রমিকরা বলেন, আমি এই খামারে অনেক দিন ধরে কাজ করে আসছি এবং এখান থেকেই আমার সংসার চলে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কয়েকবার মুরগিকে খাদ্য-খাবার দিয়েছি। আমি রাত পর্যন্ত একটি মুগিরও অসুস্থ দেখিনি। আজ সকাল ৮ টায় খামারে গিয়ে দেখি প্রায় সব মুরগি মরে পড়ে আছে। তখন এলাকাবাসী সহ খামার মালিককে খবর দেয়। খামার মালিক মুন্না বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় খামারে মুরগি আমি ভাল দেখে এসেছি। আজ সকালে খবর পেয়ে গিয়ে দেখি আমার খামারের প্রায় মুরগি মরে পড়ে আছে। রাতে খামারের সব পর্দা ফেলানো ছিলো। সকালে বেশ কয়েক জায়গার পর্দা উঠানো। পর্দার পাশে বিষের গন্ধ এবং এই পাশের সকল মুরগিই মারা গেছে। আমার এতো বড় ক্ষতি কে করলো? আমি এর বিচার চাই। এবিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, সকালে খামারি খবর দিলে আমি আমার সহকারীকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসি। মৃত মুরগির পোস্টমর্টেম করি। তবে তাদের শরীরে কোন রোগের আলামত পাইনি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে বিষাক্ত কিছু প্রয়োগ করা হয়েছে। আমরা ঢাকায় এর আলামত পরীক্ষা-নিরীক্ষা জন্য পাঠাবো, তার আগে কিছু বলা যাবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

সম্প্রতি বেইলী রোডের দুর্ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সাথে দিনাজপুর রেস্তোঁরা মালিক সমিতির মত বিনিময় সভা

রাণীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিজিবি’র হাতে আটক-১

ঠাকুরগাঁওয়ে ক্লিনিকে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে কর্মচারী আটক

বিরামপুরে বিএনপি বিক্ষোভ সমাবেশ

অরবিন্দ শিশু হাসপাতালের প্রথম নির্বাহী কমিটির সভায় চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌ প্রতিমন্ত্রী

বীরগঞ্জে একইদিনে দুইজনের আত্নহত্যা

কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে-ডা: শফিকুল রহমান