Monday , 17 February 2025 | [bangla_date]

বীরগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ আলা-আমিনের লাশ কবর থেকে উত্তোলন স্থগিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঘাতকের বুলেটের আঘাতে শহীদ আল-আমিন ইসলাম সেলিম এর কবর খুঁড়ে লাশ উত্তোলন সাময়িক স্থগিত করা হয়েছে।

জুলাই বিপ্লবে শহীদ আলা-আমিন সেলিম এর কবর থেকে উত্তোলন ও তদন্ত স্থগিত চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রটে বরাবরে
লিখিতভাবে একটি আবেদন করেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জ্বীনেশ্বরী গ্রামের শহীদ আলা- আমিন সেলিম এর বাবা ওয়াজেদ আলী।

ঘটনায় শহীদ আল আমিনের পিতা ওয়াজেদ আলী বাদী হয়ে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১৯ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ করলে ১৫(৮)২৪ নম্বর হত্যা মামলা রুজু হয়।

ঘটনার বিবরণে জানা যায় ওই
দিন বিকেলে গত ৫ আগস্ট বন্ধুদের সঙ্গে বিজয় মিছিলে যোগ দেন আল-আমিন ইসলাম সেলিম (২৮)। মিছিলটি সাভার থানা রোডে এলে মুক্তির মোড় একটি চাইনিজ হোটেলের নিকট পিঠে গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় আল আমিনকে তার বন্ধুরা এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

সংবাদ পেয়ে বাবা-মা-ভাই-বোন সেখানে গিয়ে শহীদ আল আমিনকে ক্ষত-বিক্ষত অবস্থায় দেখতে পান। তারা সপরিবারে সাভারে ভাড়া বাড়িতে বসবাস করত।

তারা মৃত্যুর সনদ নিয়ে ময়না তদন্ত ছাড়াই শহীদের লাশ গ্রামের বাড়ী ডাবরা জিনেশ্বরীতে এনে পারিবারিক গোরস্থানে দাফন করেন এবং পরবর্তীতে সাভার মডেল থানায় গিয়ে মামলা দায়ের করেন।

রেকর্ডকৃত মামলার সঠিক তদন্তের স্বার্থে লাশের ময়না তদন্ত প্রয়োজনীয়তা দেখা দিলে বিজ্ঞ আদালত সংশ্লিষ্টদের কে কবর থেকে শহীদের লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন।
আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় সরজমিন গিয়ে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট দীপংকর বর্মন লাশ উত্তোলনের কথা বলায় শহীদ আলা আমিন ইসলাম সেলিমের বাবা বাদী ওয়াজেদ আলী ও পরিবারের লোকজন অসম্মতি জানালে লাশ উত্তোলন সাময়িক স্থগিত করা হয়। সে সময়
বীরগঞ্জ থানার এএসআই মোহাম্মদ আলী, স্থানীয় ইউপি সদস্য আবু তাহের আইয়ুব, গোয়েন্দা পুলিশ হাবিবুর রহমান হাবিব, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন সাংবাদিকদের জানান বিজ্ঞ আদালতের নির্দেশে ঘটনাস্থলে আসি কিন্তু মামলার বাদী শহীদ আল আমিনের পিতা এবং পরিবারের লোকজন লিখিতভাবে অসম্মতি জানান, পরবর্তী নির্দেশের জন্য তিনি প্রতিবেদন আকারে আদালতে রিপোর্ট পেশ করবেন। তিনিসহ উপস্থিত সকলে শহীদ আল আমিনের কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত

বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে নবাগত দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেখ সাদেক আলীকে সংবর্ধনা

লাবীব মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

পশু পাখিরা কিন্তু আপনাদের ভোট দেয়নি আজ থেকে তাদেকেও দেখভাল করবেন ————————রংপুর বিভাগীয় কমিশনার

অপহরণ নাটকে স্ত্রী’র কাছ থেকে লাখ টাকা মুক্তিপন আদায়ের চেষ্টা, পীরগঞ্জে গ্রেপ্তার-২

বোচাগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে নিরাপদ কৃষির জন্য উদ্যোক্তার খোঁজে রোড শো

মানুষের মৌলিক চাহিদা নিবারণের পাশাপাশি মানুষের মর্যাদা রক্ষায় শেখ হাসিনা বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাজনীতিবিদদের জন্য ‘বার্তা’ পাপিয়া দম্পতির এ রায়

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহা সমারোহে বর্ষবরণ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত