পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এ ¯েøাগানে পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা ও পুরস্কা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ প্রতিযোতার উদ্বোধন করেন সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। পরে বিকালে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) এন এম ইশফাকুল কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, শিক্ষক সমিতির আহŸায়ক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, জুলিয়াস জামান, কুদরতে খোদা পাভেল, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির উপজেলা সাধারণ সস্পাদক রাজিউর রহমান রাজা সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।