Friday , 21 February 2025 | [bangla_date]

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত“অমর একুশে বইমেলা-২০২৫”।
বুধবার দুপুর ১২টায় হাবিপ্রবির শহিদ মিনারের পাশে উক্ত বইমেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. এনাম উল্যা, বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড.এম. জাহাঙ্গীর কবির। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল সুপার, প্রক্টর প্রফেসর ড.মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড.এস.এম. এমদাদুল হাসানসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.এনাম উল্যা বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাধিকার আন্দোলনের স‚তিকাগার এই ফেব্রুয়ারি মাস। ভাষার মাসে এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তারা ভবিষ্যতেও এ ধরণের বইমেলার আয়োজন করবে বলেও আশা প্রকাশ করেন। পাশাপাশি যারা মেলায় স্টল প্রদান করেছে, তিনি তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এবার এমন একটা সময়ে তোমরা বই মেলার আয়োজন করেছো, যাবি গতবছরগুলো থেকে ভিন্ন। এর কারণ ২০২৪ সালের জুলাই-আগস্টে তোমরা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছো। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বইয়ের মাধ্যমেই জানতে পারবে চব্বিশের জুলাই-আগস্টে বাংলাদেশে কি হয়েছিল। এক্ষেত্রে এ ধরণের আয়োজন গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে।
এর আগে ভাইস-চ্যান্সেলর টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার। সভাপতিত্ব করেন ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান এবং সঞ্চালনা করেন সঞ্চালনা করেন সহকারী প্রক্টর প্রফেসর ড.আবুল কালাম। আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার দুইদিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথের উদ্বোধন

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ বাতিল ঠেকাতে ইউপি সদস্যদের মানববন্ধন

তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : ওবায়দুল কাদের

রাণীশংকৈলে অ্যাডভোকেসি নেটওর্য়াকের সাথে মতবিনিময় সভা

দেশকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

উদ্যাক্তা শিমুলের তৈরিকৃত টাইলস ছড়িয়ে যাচ্ছে সারাদেশে

পীরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

আটোয়ারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

জঙ্গিবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পরিবেশ বান্ধব নির্মান সামগ্রী- ঠাকুরগাঁওয়ে অবহিতকরণ সভা