শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত“অমর একুশে বইমেলা-২০২৫”।
বুধবার দুপুর ১২টায় হাবিপ্রবির শহিদ মিনারের পাশে উক্ত বইমেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. এনাম উল্যা, বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড.এম. জাহাঙ্গীর কবির। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল সুপার, প্রক্টর প্রফেসর ড.মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড.এস.এম. এমদাদুল হাসানসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.এনাম উল্যা বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাধিকার আন্দোলনের স‚তিকাগার এই ফেব্রুয়ারি মাস। ভাষার মাসে এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তারা ভবিষ্যতেও এ ধরণের বইমেলার আয়োজন করবে বলেও আশা প্রকাশ করেন। পাশাপাশি যারা মেলায় স্টল প্রদান করেছে, তিনি তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এবার এমন একটা সময়ে তোমরা বই মেলার আয়োজন করেছো, যাবি গতবছরগুলো থেকে ভিন্ন। এর কারণ ২০২৪ সালের জুলাই-আগস্টে তোমরা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছো। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বইয়ের মাধ্যমেই জানতে পারবে চব্বিশের জুলাই-আগস্টে বাংলাদেশে কি হয়েছিল। এক্ষেত্রে এ ধরণের আয়োজন গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে।
এর আগে ভাইস-চ্যান্সেলর টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার। সভাপতিত্ব করেন ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান এবং সঞ্চালনা করেন সঞ্চালনা করেন সহকারী প্রক্টর প্রফেসর ড.আবুল কালাম। আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার দুইদিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভুমিহীনদের বাড়িতে দু’দফা হামলা ,ভাংচুড়, অগ্নিসংযোগ ঃ আহত-১০

রাণীশংকৈলে শীতার্তদের মধ্যে কম্বল জ্যাকেট বিতরণ

হরিপুরে বিনামূল্যে ভূট্টার বীজ বিতরণ

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে হরিপুরে প্রতিবাদী সমাবেশ

তেঁতুলিয়ায় অবৈধভাবে সার মজুত, ৩ ব্যবসায়ীসহ ডিলারকে জরিমানা

রাণীশংকৈলে ৭ জন ভিক্ষুক কে পুনবার্সন

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেলেন ১৫ জন গুণীশিল্পী

হাবিপ্রবিতে “ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড সাস্টেইনেবল ইকনোমি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

শেখ হাসিনার নেতৃত্ব থার্ট টার্মিনাল ও বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের মর্যাদাকে একটি ভিন্ন উচ্চতা প্রদান করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি