রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিনাজপুরবাসী স্মরণ করেছে ভাষা শহীদদের। শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত শহীদ কেন্দ্রীয় মিনারসহ জেলার প্রতিটি শহীদ মিনার। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান ভাষা দিবস পালন করেছে জেলাবাসী।
২১ ফেব্রæয়ারী দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুষ্প অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, প্রশাসন ও পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি।
পরে দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর শিক্ষাবোর্ড, সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচরীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
সকালে জেলা বিএনপিসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য সামাজিক সাংস্কৃকিক সংগঠনের ব্যক্তিবর্গ প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যায়। প্রভাত ফেরি শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ড্যাব দিনাজপুর ইউনিটের নেতৃবৃন্দ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গনপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, দিনাজপুর সরকারী কলেজ, দিনাজপুর সরকারী সিটি কলেজ, দিনাজপুর আদর্শ কলেজ, দিনাজপুর জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল), জুবিলী উচ্চ বিদ্যালয়, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়, সিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জেলা জাতীয় পার্টি, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারী-বেসরকারী সংস্থাসহ ৩ শতাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনেক ছোট ছোট শিশুকেও তাদের পিতামাতার সাথে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে।
এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্বীর্যপূর্ণ পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।
অপরদিকে মহান একুশে ফেব্রæয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ দিনাজপুর শাখার উদ্যোগে শুক্রবার সকালে চারুবাবুর মোড়স্থ হামদর্দ কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শরবতে রুহ আফজা দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডা. সরল চন্দ্র রায়, হামদর্দ দিনাজপুর এরিয়া ম্যানেজার মোঃ তােয়াহা, দিনাজপুর শাখার ম্যানেজার মোঃ শাহজাহান ভূঁইয়া, চিকিৎসক হাকিম মোঃ আনিসুর রহমান, হাকিম মোছাঃ সুমি আক্তারসহ হামদর্দের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
জেলা আইনজীবী সমিতি
দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ২১শে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। সকাল ৮টায় সমিতির প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।র‌্যালিটি দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
র‌্যালিতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু নঈম মো. আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন সভাপতি মো. তহিদুল হক সরকার,সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এরকামুল আমীন, সিনিয়র আইনজীবী শিরাজুল ইসলাম, লিটন চৌধুরী, অ্যাডভোকেট রেখা মনা, তসলিমা তাজসহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা। এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাধারণ সম্পাদক আবু নঈম মো. আব্দুল্লাহ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের প্রতি আমাদের চিরকালীন কৃতজ্ঞতা থাকবে। তাঁদের ত্যাগ আমাদের জাতীয় অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি রচনা করেছে। সবশেষে আইনজীবীরা ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে মানুষের ঢল নেমে আসে। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।এরপর শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা,চিরিরবন্দর প্রেসক্লাব,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা, পুরস্কার বিতরণ, প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:২১ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে খানসামা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ।শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কামরুজ্জামান সরকার। পরে উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ স্কাউটস,থানা পুলিশ,অফিসার্স ক্লাবসহ বিভিন্ন দপ্তর,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।ভাষা শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল প্রভাতফেরী র্যালী অনুষ্ঠিত হয়।র্যালীটি বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক/শিক্ষার্থীদের অংশগ্রহণে খানসামার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।অপরদিকে এদিন সকালে ভাষা শহীদদের স্মরণে খানসামা ও পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা বিএনপির দুটি গ্রæপ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
প্রথমে এক গ্রæপ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন,উপজেলা বিএনপি আহবায়ক আমিনুল হক বিএসসি চৌধুরী,গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন এর নেতৃত্বে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে আরেক গ্রæপ দিনাজপুর ৪(খানসামা -চিরিরবন্দর) মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরী,জেলা বিএনপির সহ সভাপতি ও যুগ্ম আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী,সদস্য আজিজার রহমান শাহ, মোহসীন আলী শাহ,সাবেক জেলা পরিষদ সদস্য শাহরিয়ার জামান নিপুণ শাহ, খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরীর নেতৃৃত্বে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বদ্যিুৎ স্পৃষ্টে স্কুল ছাত্ররে মৃত্যু

দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

উত্তরবঙ্গের একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্রে অসুস্থ ৩টি শকুন চিকিৎসায়,দর্শনার্থীদের ভিড়

পার্বতীপুরে ডেমু ট্রেন উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়েকে এখন একটি পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে —–রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চিরিরবন্দরে জাতীয় সংসদের সাবেক  হুইপ-আইনজীবির মধ্যে ধস্তাধস্তি

উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চিরিরবন্দরে জাতীয় সংসদের সাবেক হুইপ-আইনজীবির মধ্যে ধস্তাধস্তি

রাণীশংকৈলে সরকারি খাদ্যগুদামে ধান দিতে অনীহা কৃষকদের

রাণীশংকৈলে সরকারি খাদ্যগুদামে ধান দিতে অনীহা কৃষকদের

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মহিলালীগের বিক্ষোভ

পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বাধীনতা যুদ্ধ নিয়ে আপনারা আপনাদের অবস্থান জাতীর কাছে জানান ………বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

বোচাগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত