Saturday , 1 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে কাল্ব এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে কাল্ব এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ফেব্রয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক পদে আমতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, ডিরেক্টর পদে মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আবু তাহের বিপুল ভোটে জয়লাভ করে। নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি মোঃ সফিকুল ইসলাম এবং ট্রেজারার পদে প্রতাপ চন্দ্র রায় নির্বাচিত হয়।

বৃহস্পতিবার বিকেলে নিজস্ব কার্যালয়ে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান কাল্ব লিমিটেডের “ক” অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান। শপথ শেষে নব-নির্বাচিত প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব অর্পন করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

পরে বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাল্ব লিমিটেডের “ক” অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয় লিমিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুল বাসেদ, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, কালব দিনাজপুর জেলা ব্যবস্থাপক অরুন কুমার চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বীরগঞ্জ কাল্ব সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, চিত্ত রঞ্জন, মোঃ আহসান হাবিব লাবু, রনজিৎ কুমার, মোঃ নজরুল ইসলাম, সেলিম জাভেদ প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কাল্ব লিমিডেটের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

ঠাকুরগাঁওয়ে ৫৫ বছর ধরে মাটির হাঁড়িপাতিল বিক্রি করেন — মতিচন্দ্র রায় (৯০) !

রাণীশংকৈলে ইয়াবা সহ গ্রেফতার-১

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব যহ্মা দিবস পালিত

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

দিনাজপুরে লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও ফ্রি চিকিৎসা ক্যাম্প

সিন্ডিকেট ভাংতে বোদায় শুরু হয়েছে নায্যমুল্যের বাজার

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ নাজমা শিরিন।

বীরগঞ্জে ডিজিটাল ম্যারাথন উদ্যোক্তাদের সমন্বয় সভা