ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হাবিবুল্লাহ্ বাবু, সাধারণ সম্পাদক আব্দুস সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার উৎসবমুখর পরিবেশে চাড়োল ইউনিয়নের পরদেশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯টি ওয়ার্ড কমিটির ৪৩৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে হাবিবুল্লাহ বাবু (চাকা) ভোট পেয়েছেন ৩৯৭ নিকটতম প্রতিদন্দী বজলুর রহমান মানিক (তালা) ভোট পেয়েছেন- ২৮। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সবুর (চেয়ার) ভোট পেয়েছেন- ৩৪০ নিকটতম প্রতিদন্দী দারুল ইসলাম (ছাতা) ৯০টি ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলী দুলাল (কলস) ভোট পেয়েছেন- ৩৯০টি নিকতম প্রতিদন্দী শামশুজ্জামান (উড়োজাহাজ) ভোট পেয়েছেন- ৪৬ টি। নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব পালন করেন- ঠাকুরগাঁও জেলা বিএনপি’র নেতা হান্নু, সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ।