দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারন সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের আনন্দ কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মমতাজ বেগম পলী সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ স্মৃতি সাহা, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের, বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আকতারুজ্জামান সবুজ, অর্থ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, সমিতির সদস্য জগদীশ রায়, জাকির হোসেন, বজলুর রশীদ বুলু, সুমন বারই, ডাঃ ওয়াসিম, বোচাগঞ্জ উপজেলা মালিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান, প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে সদস্যরা বক্তব্য রাখেন।
বার্ষিক সাধারন সভা শেষে ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মমতাজ বেগম পলীকে সভাপতি ও আতিকুর রহমান নিউকে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত করে উপস্থিত সদস্যবৃন্দরা। এ ছাড়াও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আকতারুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক বিশ্বজিত কুমার রায় (বকুল), অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, বজলুর রশিদ বুলু ও মমিনুর রহমান বাপ্পি নির্বাচিত হয়েছে।
এর আগে বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারন সম্পাদক আতিকুর রহমান নিউ।
বার্ষিক সাধারন সভায় মালিকদের মধ্য থেকে লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা ও পরামর্শমুলক আলোচনা করা হয়। বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সকল মালিকদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।