হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যারিয়ারঅ্যাডভাইজরীসার্ভিস (ঈঅউঝ) এরআয়োজনেএবংরিসোর্স হাব কোম্পানিলিমিটেডেরসহযোগিতায় “ঝঃঁফু ধহফ লড়ন ড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং রহ ঔধঢ়ধহ ভড়ৎ ঈড়সঢ়ঁঃবৎ ংপরবহপব ্ বহমরহববৎরহম ংঃঁফবহঃ” শীর্ষক সেমিনারঅনুষ্ঠিতহয়েছে। আজসকাল ১১.৩০ টায় অডিটোরিয়াম-২ এ উক্ত সেমিনারেরউদ্বোধনীঅনুষ্ঠানঅনুষ্ঠিতহয়। এতে প্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেনমাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো.শফিকুলইসলামসিকদারএবংকম্পিউটারসায়েন্সঅ্যান্ডইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিনপ্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, সভাপতিত্ব করেনক্যারিয়ারঅ্যাডভাইজরীসার্ভিসএরপরিচালকপ্রফেসর ড. মো. সফিকুলবারী, কি-নোট স্পীকারহিসেবেউপস্থিত ছিলেনরিসোর্স হাব কোম্পানিলিঃএরসিইওইঞ্জিনিয়ারআবুসালেহ মোঃজিনিয়াস, উপস্থাপনাকরেনহাবিপ্রবিক্যারিয়ারক্লাবএরসাধারণসম্পাদক মো.ইয়াসিরআরাফাতঅর্ণব। অনুষ্ঠানেসিএসইঅনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণকরেন।
এ সময়প্রধানঅতিথির বক্তব্যে মাননীয়ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো.এনামউল্যাশিক্ষার্থীদেরউদ্দেশ্যে বলেন, আজকের সেমিনারটিম‚লত দুটিবিষয়েরউপর গুরুত্ব দিয়েআয়োজনকরাহয়েছে, একটিহলো তোমাদের গ্রাজুয়েশন স্টাডিএবংঅপরটিহলোগ্রাজুয়েশন শেষেএকটিভালোচাকুরীপাওয়া। এক্ষেত্রে আজকেরঅনুষ্ঠানের যে বিষয়বস্তুতাসামঞ্জস্যপ‚র্ণ ও সময়োপযোগী। এখানেজাপানে উচ্চ শিক্ষারজন্য কিকিপ্রক্রিয়া, সুযোগ-সুবিধাবাবাধাবিপত্তিআছে সে বিষয়েজাপানপ্রবাসিএকজনইঞ্জিনিয়ারবিস্তারিতআলোচনাকরবেন। এখান থেকে শিক্ষানিয়ে তোমরা তোমাদের পরবর্তী পদক্ষেপ গুলোগ্রহণকরবে। তিনিবলেন, বিদেশে যাওয়াখারাপকিছুনয়, যদি উদ্দেশ্য থাকে দেশের সেবাকরা। অনেকে বিদেশে যেয়েমানবেতরজীবনযাপনকরে, সেক্ষেত্রে তোমরাঅনেক সৌভাগ্যবান। তোমাদের পেছনেরাষ্ট্রবিনিয়োগকরেআজকের এই পর্যায়েনিয়েএসেছে। তোমরা ফোনে যে সময়ব্যয়করোএর থেকে কমপক্ষে ৩০ মিনিট উচ্চ শিক্ষারজন্য বরাদ্দরাখতেপারো, তোমাদের সামনেঅবারিতসুযোগরয়েছে, এই সুযোগ কে কাজেলাগাতেহবে। পরিশেষেতিনি উক্ত সেমিনারআয়োজনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপনকরেন।