চিরিরবন্দর (দিনাজপুর) থেকে: ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ ¯েøাগানে দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে র্যালি, কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আমানুর রহমান, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানসহ ইউপি সদস্য-সদস্যা, বীরমুক্তিযোদ্ধা, ইমাম-পুরোহিত, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।