শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে ৯ দিনমজুর পরিবার ৫ দিন ধরে খোলা আকাশের নিচে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৭, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাপাপাড়া গ্রামে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ৯ দিন মজুরের পরিবার ৫ দিন ধরে খোলা আকাশে নিচে মানবেতর বসবাস করছে। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শেষ সম্বল হারানো নিম্ম আয়ের এ মানুষগুলো।
আগুনে ক্ষতিগ্রস্ত জানান, তাদের বাড়িত্যে যা ছিল সব পুড়ে গেছে, ঘরে আসবাবপত্র, নগদ টাকা, বই খাতা সব পুড়ে গেছে। কিছুই রক্ষা পায়নি। ঘর পুড়ে গেছে মানে সব শেষ। পরনের বস্ত্র ছাড়া কিছুই ঘর থেকে বের করতে পারেননি তারা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল এবং কম্বল দেওয়া হয়েছে। এছাড়াও আলহাজ¦ মোবারক আলী চ্যেরিটেবল ট্রাষ্ট, কয়েকজন শিক্ষার্থী এবং এক বিএনপি নেতা কিছু সহায়তা করেছেন। তা দিয়ে কোন মতে খাবার সংকুলান হলেও নতুন করে ঘড় তোলার সামর্থ তাদের নেই। অর্থের অভাবে ঘড় তুলতে পারছেন না তারা। বাধ্য হয়েই খোলা আকাশের নীচে বসবাস করতে হচ্ছে তাদের। বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে খুব বিপদে আছেন তারা।
শুক্রবার বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ভিটায় পলিথিন টেনে তার নিচে ক্ষতিগ্রস্থ পরিবারে নারী ও শিশুরা রাত্রি যাপন করছেন। পুরুষরা থাকছেন বাইরে। বাড়ির সব জিনিস পত্র খোলা আকাশের নিচে পড়ে আছে। দু একজন আগুনে পুড়ে দুমড়ে মুচড়ে যাওয়া টিন দিয়ে চালা করা চেষ্টা করছেন। খাদ্য, পানি, চিকিৎসা ও বাসস্তানের অভাবে মানবেতর দিন পার করছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। উল্লেখ্য, গত ২ মার্চ রাতে উপজেলা চাপাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ দিনমজুর পরিবারের সর্বস্ব পুড়ে যায়।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক সহায়তা করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে টিন ও নগদ টাকা দিয়ে সহায়তা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ বে-সরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতির কমিটি গঠন মঞ্জুর হাবির তুষার সভাপতি শামিম সম্পাদক নির্বাচিত

হরিপুরে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালিত

দিনাজপুরে বাংলাদেশ স্কাউটস কাব হলিডে অনুষ্ঠিত

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ ও প্রস্তুতি দিবস পালিত

প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মা*রা গেছেন

(জাসদ) ছাত্রলীগের কর্ম সভায় কেন্দ্রীয় সভাপতি স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশ এখনও একটি সর্বজনীন গণমূখী শিক্ষা ব্যবস্থা পায়নি

কাহারোলে বনড়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশ

জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা

প্রথম ধাপে ইউপি নির্বাচন: ৩৫৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বিনাভোটে পাস ৩১ চেয়ারম্যান

১হাত জায়গা ছাড়বেন না পাকা রাস্তা চাইবেন এটা হতে পারেনা – রাণীশংকৈলে এমপি হাফিজউদ্দীন