মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে শুক্রবার ডিএনসি’র উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশি করে পৃথক পৃথক ২টি স্থানে মোট ২শত বোতল ফেন্সিডিল সহ ২জনকে আটক করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, বিশেষ চেকপোস্ট স্থাপন এর মাধ্যমে সকাল ১০টা হতে দুপুর সারে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০টায় চিরিরবন্দর উপজেলার ঘুগড়াতলী বাজার হতে পার্বতীপুরগামী মহাসড়কে ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক দিয়ে বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের জগৎপুর ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ মারফত আলীর পুত্র মোঃ রুস্তম আলী (২৮) ইজিবাইকে করে ১০০ বোতল ফেন্সিডিল সহ ইজিবাইক যাচ্ছিল। ডিএনসি’র অভিযানিক দলটি তাকে প্রতিরোধ করে ইজিবাই ক তল্লাশি করলে ১০০ বোতল ফেন্সিডিল এবং ইজিবাইকসহ তাকে আটক করা হয়।
মোঃ রুস্তম আলী-কে আটকের পর দুপুর ১২ টার সময় চিরিরবন্দর উপজেলার মহিষমারি গ্রামের নবীপুর উচ্চ বিদ্যালয় এর সামনে একটি ইজিবাইকে করে বিরল জগতপুৎ এলাকার বুদু মোহাম্মদ এর পুত্র মোঃ মিশুম রানা (২৬) যশাই মোড়ের দিকে যাচ্ছিল। মিশুম রানা নিজেই ইজিবাইক এর মধ্যে ১০০ বোতল ফেন্সিডিল নিয়ে যায়। ডিএনসি’র অভিযানিক দলটি তার প্রতিরোধ করে তল্লাশি করলে ১০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। ১০০ বোতল ফেন্সিডিল ও ইজিবাইকসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১) সারণির ১৪ (গ) ধারায় পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা করা হয়েছে।
এছাড়াও একই দিনে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের সরকারি পলিটেকনিক স্কুল এন্ড কলেজের সামনে সকাল সাড়ে ৮টায় ইজিবাইকের মধ্যে ৩০ লিটার চোলাই মদ ও একটি ইজিবাইকসহ সদরের পুলহাট দক্ষিণ রামনগর মহল্লার মৃত হামিদুর রহমান-এর পুত্র মোঃ রুবেল (২৮)-কে আটক করা হয়েছে। চোলাই মদ ও একটি ইজিবাইকসহ আটককৃত মোঃ রুবেল ২৮ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
এসকল সফল অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।