শুক্রবার দিনাজপুর গোড়-এ শহীদ বড় মাঠে স্পোর্টস ভিলেজে দিনাজপুরের স্বনামধন্য ক্রীড়া সংগঠন “সোনালী অতীত ফুটবল ক্লাব” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“সোনালী অতীত ফুটবল ক্লাব” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবল খেলোয়াড় মামুনুর রশিদ কচি, জেলা যুবদলের জন্য আহŸায়ক ও সাবেক ফুটবল খেলোয়াড় নুর আলম হক খোকন, সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সাঈদ জামিল বোম্বাই, হাজী মোহাম্মদ দানেশ বিশ^বিদ্যালয়ের ভেটেনারি বিভাগের পরিচালক সাবেক ফুটবল খেলোয়াড় সুমন, সাবেক ফুটবল খেলোয়াড় ওয়াসি আহমেদ, লিটু, সিজার, জেলা দলের গোলকিপার মামুন, সাবেক খেলোয়াড় হালিম, খোরশেদ, খোকন, সুজীত, লাচ্চু, বেলাল, হাবিবসহ উদীয়মান খেলোয়াড়গণ। অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল সার্বিক পরিচালনা করেন সোনালী অতীত ফুটবল ক্লাবের ক্রীড়া সম্পাদক ও পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জেলা দলের সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ শামীম আহমেদ।