কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস পালিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে গতকাল সোমবার (১০ মার্চ”২৪) সকাল ১১ টার সময় উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার লিমন, উপজেলা ফায়ার সার্ভিসের ইনপ্সেক্টর মোঃ রেজাউল করিম, পল্লীশ্রীর পরিবেশ প্রকল্পের উপজেলার সমন্বয়কারী মোঃ মন্তাজুল ইসলাম, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামরুজ্জামান, সংশ্লিষ্ঠ ওর্য়াডের সদস্য মোঃ মোজাফ্ফর রহমান ও মোঃ মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিস কর্তৃক বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়েছে।