Tuesday , 11 March 2025 | [bangla_date]

ধর্ষকদের বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে জেলা মহিলাদল।
সোমবার সকাল ১১ হতে ১২টা পর্যন্ত দিনাজপুর শহরের নিমতলা প্রেসক্রাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে জেলা মহিলাদলের ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহীন সুলতানা ডিউটি।
এ সময় জালা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন দুলাল ম ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, মাগুরাসহ সারা দেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা আরো বেপরোয়া হয়ে উঠবে।
তাদের এমন শাস্তি দিতে হবে যাতে অন্যরা সতর্ক হয়ে যায়।
মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি বলেন, অতিতে নারী ধর্ষক ও নারী নির্যাতনকারিদের উপযুক্ত বিচার না করায় ধর্ষকরা আজ বেপরোয়া হয়ে উঠেছে। ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাই অবিলম্বে নারী ধর্ষক ও নির্যাতনের বিচার করার জন্য অন্তর্বর্তিকালিন সরকারের প্রতি দাবি জানান তিনি।
মানববন্ধন শেষে নিমতলা প্রেসক্লাবের সামনে থেকে এক বিশাল মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলরোডস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে শেষ করে।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি\ শত শিক্ষার্থীর কন্ঠে তুমি কে আমি কে আছিয়া, আছিয়া, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নেই। শ্লোগানে মুখরিত হয়ে উঠে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহর। দেশ ব্যাপী সংঘঠিত ধর্ষনের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রæত বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সম্মিলিত কোচিং পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল ১১ টার দিকে সেতাবগঞ্জ বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী নানা ¯েøাগান দেন মিছিলকারীরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন, জেমি আক্তার, মোঃ রিফাতুজ্জামান রিফাত, মোঃ ঈশান আল মাহমুদ, মোঃ মাহদী আল মুবিন, মোঃ সেলিম পারভেজ, বিজয় দেবশর্মা, মোঃ মিরাজুল ইসলাম, হাসিবুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মাহবুব হোসেন প্রমুখ। বক্তারা দ্রæত ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, যদি ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে এই সহিংসতা কখনো বন্ধ হবে না। রাষ্ট্রকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ সবার ন্যায় বিচার ও ধর্ষণ বন্ধের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।
রবিবার (৯ মার্চ) বিকেলে ঘোড়াঘাট পৌরশহরের বাসস্ট্যান্ডে থেকে বিক্ষোভ মিছিল বের করে পরে গাইবান্ধা মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, মাগুরার ধর্ষণকাÐে অভিযুক্ত নরপশুর বিচার চাই, ধর্ষণের শাস্তি মৃত্যুদÐ দিতে হবে, আশ্বাস নয় আইনের বাস্তবায়ন চাই’ এরকম বিভিন্ন ¯েøাগান দেয় শিক্ষার্থীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মাহফুজুর রহমান, ইমরান খান, মেহেদী হাসান, বিপ্লব মন্ডল, মেহেদী হাসান ইমু, দিশান চৌধুরী, রায়হান, তারেক রহমান, দিলরুবা আক্তার বিপাশা সহ আরও অনেকে। নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সমাবেশে সেই দাবি জানান তাঁরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির সাথে সিটি ব্যাংক এর সমঝোতা স্মারক স্বাক্ষর

বোদায় সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন

ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠন সমুহ

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠন সমুহ

পঞ্চগড়ে যৌ-ন হয়রানির অভিযোগে আ-টক শিক্ষক কা-রাগারে শিক্ষার্থীদের বি-ক্ষোভ মি-ছিল ও মান-বব-ন্ধন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে হাবিপ্রবিতে বর্ণিল আয়োজন

রাবিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে দিনাজপুর মহিলা পরিষদের মানববন্ধন

দিনাজপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ সভা

রাণীশংকৈলে বাংলাদেশ পল্লী ফেডারেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

হরিপুরের বকুয়া ইউনিয়নে জনপ্রিয়তায় এগিয়ে চেয়ারম্যান পদ-প্রার্থী শান্ত