আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ আলোচিত শিশু আছিয়া ধর্ষন ও নারী এবং শিশু কন্যাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ, মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। ডেমোক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের যুব ফোরাম, আটোয়ারীর আয়োজনে সোমবার (১০ মার্চ) দুপুরে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সামনে আটোয়ারী-রুহিয়া পাকা সড়কে ফোরামের সদস্যগণ সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে ধর্ষনকারী সহ দুস্কৃতিকারীদের শাস্তির দাবীতে বিভিন্ন শ্লেগানসহ একটি বিক্ষাভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচী শেষ করে সংগঠনটি। যুব ফোরাম আটোয়ারীর আহবায়ক বকুল চন্দ্র বর্মনের তত্ত¡াবধানে গৃহীত কর্মসূচীতে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ শাহাজাহান, স্থানীয় যুব ফোরামের যুগ্ন আহবায়ক রুবনা আকতার, সোভা সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মজিদ, যুব ফোরামের মোঃ কাদের ,জিল্লুর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন। সম্প্রতি দেশে নারী ও শিশু ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। বক্তারা এসব অনাকাঙ্খিত ঘটনার গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে এদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান। সেইসঙ্গে এ জাতীয় ঘটনা রোধে সকলকে সচেতন হতে অনুরোধ জানানো হয়।