Saturday , 15 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে বসতবাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জেরে মফিজুল ইসলাম(৪৫) নামে এক জনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম(৪৫) উপজেলার শতগ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের পিতা-মৃত সলিমুদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে শুক্রবার বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শতগ্রাম ইউনিয়নের একই এলাকার মৃত লতিফুর রহমানের ছেলে মোঃ হাসিনুর রহমান (৩৫), মোঃ আনিছুর রহমান (৫২) তার ছেলে মোঃ সেলিম মিয়া (২১), মোঃ সিয়াম(২০) ও মোঃ হাসিনুর রহমানের স্ত্রী মোছাঃ ফারজানা বেগম ওরফে ফাহিমা খাতুন (৩৫) নামে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শতগ্রাম ইউপির বানিয়াপাড়া গ্রামে সফিকুল ও হাসিনুর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৭ মার্চ সন্ধা সাড়ে ৬টার দিকে মোঃ মফিজুল ইসলাম, তাওয়াই মোঃ শফিকুল ইসলাম এবং বড় বোন মোছাঃ সাফিনা বেগম দের মারপিট করে জখমের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় ১০ মার্চ সন্ধ্যায় এজাহার নামীয় আসামীরা পুনরায় ওই পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে
তাদের মারপিট জখম করিলে মফিজুল ইসলামসহ ৮ জন আহত হয়। গুরুতর আহত মফিজুলকে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে প্রেরণ করেন সেখান অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করলে শুক্রবার (১৪মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল এর মৃত্যু হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান’,গত সোমবার বিকালে জমি নিয়ে দুই পক্ষের বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় মফিজুল ইসলাম নামে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়ে মৃতের পরিবারের কাছে জানতে পেরেছি। তিনি আরো জানান,শুক্রবার সকালে নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী একটি হত্যা মামলা দায়ের করেছে যাহার মামলা নং ১৮,তারিখ ১৪/০৩/২০২৫। গ্রেপ্তারকৃত আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জাহাঙ্গীর বাদশা রনি জানান,এজাহার নামীয় ১০জন আসামী মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১শীর্ষক নবম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

অমর একুশের স্মরণে শহীদ মিনারে বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

পীরগঞ্জে চাচিকে বাঁ-চাতে গিয়ে নদীতে ডু-বে ভাতিজির মৃ-ত্যু

ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন চলছে

বালিয়াডাঙ্গীতে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন-

ফুলবাড়িতে ড্রেনের নালায় যুবকের লাশ, পাশেই পড়ে ছিল মোটরসাইকেল

ধান চালের দাম উর্দ্ধগতিতে বাড়ায় অতিরিক্ত মজুদ দেখতে বোচাগঞ্জে বিভিন্ন অটো মিলে ভাম্যমান আদালতের অভিযান

বীরগঞ্জে মুশহরপাড়া-কলাগাড়া মন্দিরের কাজের অগ্রগতি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

বীরগঞ্জে বিদ্যালয়ের মাঠে পাথর-বালির স্তুপ রাখায় কোমলমতি শিক্ষার্থীরা খেলা-ধুলা থেকে বঞ্চিত