রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ কেটে নেওয়া গমের ডাটায় আগুন ধরিয়ে দেয় এক কৃষক। সে আগুন থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পেকে যাওয়া ১০ একর জমির গম পুড়ে ছাই হয়ে পড়ে। ঘটনাটি শনিবার দুপুরে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামে। পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিসের দুটি দল প্রায় দ্ইু ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান উপজেলা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) প্রীতম সাহা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথসহ থানা পুলিশের একটি দল।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে স্থানীয় এক কৃষক তার কেটে নেওযা গমের ডাটায় আগুন ধরিয়ে দেয় । তার সেই আগুনের সুত্রপাতে আশপাশের গম ক্ষেতে আগুন ধরে যায়। এতে ঐ এলাকার সাংবাদিক বিপ্লব উসমান রেজওয়ানসহ মোট ১৩ জন কৃষকের পাকা গম পুড়ে যায়। 

 
                    







 
                                    





 
                                            

