বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে ঝাড়বাড়ী কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ শে মার্চ বিকেল ৫টায় উপজেলার শতগ্রাম ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান আলী সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আসাদুল হাবিব দুলাল।
এসময় বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোঃ সুজন আলী, নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইফতি, সেক্রেটারি রব্বানী, যুব নেতা হাসান আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বুলবুল সহ সেক্রেটারিসিজার,আলী ,স্বেচ্ছাসেবক দলের আলামিন, ইব্রাহিম খলিল হিমু ,ঝাড়বাড়ী যুব সমাজের সভাপতি কে এম সালাউদ্দিন ছাত্রদলের মুসা সহ ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি।
ইফতার অনুষ্ঠানে দেশের মানুষের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।