বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে অসহনীয় যানজটে নাজেহাল পৌরবাসী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৭, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: অসহনীয় যানজটে নাজেহাল দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভাবাসী। প্রধান সড়কে বাস থামিয়ে যত্রতত্র যাত্রী ওঠানামা, ট্রাক-পিকআপ দাঁড় করিয়ে মালামাল লোড-আনলোড, রাস্তা দখল করে সিএনজি অটোরিকশা
দাপট, সবমিলিয়ে দুর্বিষহ অবস্থা। যানজট নিরসনে কোনো পদক্ষেপ নেই বলে মনে করছে স্থানীয় প্রশাসন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার মহাসড়কে যত্রতত্র বাস, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড দখল করে তীব্র যানজট সৃষ্টি করছে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দুই পাশ। এতে ঘর মুখী মানুষের ঈদ যাত্রা সামনে রেখে সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পৌরশহরের পাশেই বাজার থাকার কারনে এই ব্যস্ততম সড়কে প্রতিদিন ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ‎এ দুর্ঘটনায় কারো কারো চলে যাচ্ছে তরতাজা প্রাণ। আবার দুর্ঘটনায় অঙ্গ হানি নিয়ে অন্যের কাধে বোঝা হয়ে বেঁচে থাকতে হয় বাকি জীবন। ‎স্বাভাবিক যান চলাচলের জন্য মহাসড়কের রাস্তার দুই পাশে অবস্থিত ফুটপাতের দোকানপাট উচ্ছেদের নোটিশ দিলেও প্রশাসন কে তোয়াক্কা করছেন না দোকানদাররা। পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন গত ১ মাস আগে পাকা সড়কের উপর থেকে ভ্যান, রিক্সা, অটো, সিএনজি গাড়ি গুলো তারিয়ে দেন। তারিয়ে দেওয়ার কিছুক্ষণ পর তিনি যখন চলে যান, পরে আবার আগের মতই যানজট অর্থাৎ কোনো কাজে আসেনা এ অভিযান। এ সড়কে কেউ রেখেছেন নসিমন, করিমন আবার কেউ বা রাস্তার উপরেই ট্রাক পার্কিং রেখে মালামাল নামাচ্ছে।

যাত্রীবাহী বাসের ড্রাইভার শহিদুল ইসলাম বলেন, মহাসড়কের উভয় পাশে রোড বড় করা হলেও কোন কাজে আসছে না। বাসস্ট্যান্ড গুলোতে অবৈধ ভাবে পার্কিং করার কারনে বাস, ট্রাক, মাইক্রোবাস চলাচলে বাঁধাগ্রস্ত হচ্ছে। যানজটের সৃষ্টি হয়ে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। মহাসড়কে বাস, অটোরিকশা রাখার কারনে দুই টা গাড়ি অনেক সময় পাশ কাটিয়ে যাওয়া অনেক ঝুঁকি নিয়ে চলতে হয়। ‎সিএনজি ড্রাইভার রিয়াজ বলেন, রাস্তার দুই পাশে ফুটপাত ও অটো রিকশার দখলে। হাইওয়ে থানা, বীরগঞ্জ থানা পুলিশ ও প্রশাসন নিচ্ছে না কোন পদক্ষেপ। সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতি মাসে উপজেলায় আইন শৃঙ্খলার মিটিং হলেও তা যেন থেকে যাচ্ছে কাগজ কলমে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের মহাসড়ক থেকে স্ট্যান্ড সরিয়ে দূরে নেয়ার উদ্যোগ হয়েছিল। কিন্তু তখন দলীয় সহ অনেকের প্রভাব দেখিয়ে সবকিছুই বন্ধ করে দেই। এখন তো আর কোনো দল ক্ষমতায় নেই, কে বা কাহারা প্রভাব খাটিয়ে শহর মধ্যে স্ট্যান্ড দিয়ে দখল করে চাঁদা উত্তোলন করছে।
‎বীরগঞ্জের মধ্যে তাজমহল মোড়ে প্রতিদিন দেখা দেয় তীব্র যানজট। অনেক সময় এই রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। এর কারণ এই রাস্তার উপরে বাস স্ট্যান্ড আর অটো রিকশা, সিএনজির স্ট্যান্ড। বীরগঞ্জে নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই এমনটাই জানান ৩ চাকা ভ্যানের চালক মো. হাবিব ইসলাম।
পৌরসভার ট্রাফিক বদিউল ইসলাম বলেন, আমার হাতে লাঠি আর বাঁশি দিয়েছে কিন্তু আমি ব্যবহার করতে পারিনা। ভ্যান ও অটোরিকশার ড্রাইভাররা আমাকেই উল্টো ধমক দেয়।
‎এবিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, যানজট নিরসনে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকার লোকজনের সাথে কথা হয়েছে এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা রয়েছে।

‎বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক তানভীর আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, এজন্য ঈদ উল ফিতর উপলক্ষে শহরে পৌরসভার পক্ষ থেকে ৪ জন ট্রাফিক দিয়ে যানযট নিরসনের জন্য কাজ করছে। আমরা মাইকিং এর মাধ্যমে প্রচার করছি এবং হাইওয়ে পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স¦প্ন পুরণ. হুইল চেয়ার পেয়ে উঠে বসেছে শয্যাশায়ী প্রভাত

বাজারে উঠেছে নতুন পেঁয়াজ পাতা ও নতুন আলু – দাম চড়া

তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহে জরুরী সাড়াদান কার্যক্রমের বাস্তবায়নকৃত কর্মসূচীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

ঠাকুরগাঁওয়ে প্রবাসী সংগঠনের সভাপতি –হালিম, সম্পাদক- সোহেল

ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের সাংবাদিক দেলোয়ার হোসেন চিরনিদ্রায় শায়িত ঢাকা মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে

বরিশালে ভেঙে পড়ল ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর গার্ডার

বালিয়াডাঙ্গীতে মিথ্যা চাঁদাবাজীর মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

আটোয়ারীতে শীতার্তদের পাশে প্রথমআলো বন্ধু সভা ট্রাস্ট