কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সম্মননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩এপ্রিল’২৫) সকাল ১০টার সময় উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দিনাজপুর ট্রাস্ট ট্যুর এন্ড ট্রাভেলস ৩ উইকেটে রাজশাহী ড্রাগ এগ্রোকে পরাজিত করে দিনাজপুর ট্রাস্ট ট্যুর এন্ড ট্রাভেলস চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে সন্ধ্যায় এক আলোচনা সভা ও ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা বিতরণের লক্ষ্যে এক আলোচনা সভা ডাবোর ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ( সাময়িক স্থগিতকৃত) মোঃ বখতিয়ার আহমেদ কচি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির আরেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাঈম ইসলাম, ডাবোর ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে রাতে জয়নন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।