বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৬, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ
ঘোড়াঘাট প্রেসক্লাবের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৮ বছরে পদার্পণ উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ৩৮ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় ঘোড়াঘাট প্রেসক্লাবের আহবায়ক আনভিল বাপ্পির সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য একরামুল হক প্রমুখ। আলোচনা শেষে সবার উপস্থিতিতে কেক কাটা ও পরে সকল সাংবাদিকদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের আহবায়ক জুয়েল সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম, সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান সওদাগর, মীর হান্নান, মোহনা টিভি প্রতিনিধি সামসুল ইসলাম সামু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ফরিদুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, এশিয়ান টিভি প্রতিনিধি মোহাম্মদ সুলতান কবির, সাংবাদিক সোহানুজ্জামান সোহান, শাহ আলম সরকার সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও