পার্বতীপুর প্রতিনিধি \ দেশের একমাত্র ভূ-গর্ভস্থ দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে দূর্ঘটনায় সোহাগ বাবু নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকালে মধ্যপাড়া পাথর খনির আন্ডার গ্রাউন্ডে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।
সোহাগ বাবু রংপুরের বদরগঞ্জ উপজেলার ঘ্রিলাই মালতলা, বড়বালা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম জানান, বুধবার সকাল ১১টার দিকে মধ্যপাড়া পাথর খনির ভূ-অভ্যন্তরে বøাস্টিং এর কাজ শুরু করেন সোহাগ বাবু নামে এক শ্রমিক। কাজ করার সময় অসতর্কতায় পরে গিয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করা হয়। এর পরপরই ওই শ্রমিক মৃত্যুবরণ করেন।

















