বিরল প্রতিনিধি \মঙ্গলবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নে বোর্ডহাট কলেজ প্রাঙ্গনে ফ্রি সাধারণ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মেডিসিন ও অর্থোপেডিক্স -(বাত-ব্যাথা,হাড় জোড়া,কোমর ব্যাথা, হাড় ভাঙ্গা) রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবায় চিকিৎসা পত্র সহ ঔষধ বিতরণ করা হয়। এসময় ১৪২ জন দরিদ্র রোগিকে চিকিৎসা প্রদান করেন ডাঃ বিপুল চন্দ্র রায়, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডি-অর্থো (বি.এস.এম.এম.ইউ) ঢাকা বাত-ব্যাথা, হাড় জোড়া, কোমর ব্যাথা, হাড় ভাঙ্গা আর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন ও লেকচারার দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর ও এবং মেডিসিন সাধারন স্বাস্থ্য সেবা প্রদান করেন জনাব ডাঃ মোস্তাজ আফিন সিলভী, এম.বি.বি.এস, বিসিএস (স্বাস্থ্য) প্রভাষক কমিউনিটি মেডিসিন বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর।
স্বাস্থ্য ক্যাম্প পরির্দশন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। উপস্থিত ছিলেন র্বোডহাট কলেজ এর অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল।
বক্তারা বলেন, সবসময় ডাক্তারের পরার্মশ অনুযায়ী চলবেন এবং নির্দেশনা মোতাবেক নিয়মিত ঔষদ সেবন করবেন, তাহলে দ্রæত সুস্থ্য হওয়া সম্ভব। ডাক্তার ও অতিথিরা সাধারন মানুষদের উদ্দেশ্যে বলেন বর্তমানে আবহওয়া পরিবর্তন হচ্ছে তাই সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা আমাদের উচিত। ক্যাম্পে আসা রোগীদের উদ্দেশ্যে আরো বলা হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং নিজেদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অতিথিরা আলোচনায় বলেন যে সমৃদ্ধি কর্মসূচীর মধ্য দিয়ে রানীপুকুর ইউনিয়নের সাধারন মানুষকে স্বাস্থ্য সেবার পাশাপাশি অন্যান্য যে সমস্ত সেবা দেয়া হচ্ছে তা আর অন্য কোন প্রতিষ্ঠান এই ইউনিয়নে দেয় না, তাই তারা পল্লীশ্রী কে ধন্যবাদ জানান।
এসময় সমৃদ্ধি কর্মসূচী উপজেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম ক্যাম্প ও কর্মসূচীর স্বাস্থ্যসহ কার্যক্রম সম্পর্কে আগত অতিথিদের অবগত করেন। ক্যাম্প বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আদিবা শারমিন ও স্বাস্থ্য কর্মীসহ ,সহকারী উপজেলা সমন্বয়কারী মোঃ মামুনুর রশীদ ও পল্লীশ্রী রানীপুকুর ইউনিয়নের ঋণ কার্যক্রমের ইউনিট ম্যানেজার মোঃ এমদাদ।