হরিপুর ( ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামে পুকুরে ডুবে মা’রা গেছে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ।
শনিবার (২৬এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১৩) ও একই গ্রামের জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন (১০)।
জানা যায়, শনিবার দুপুরে আটজন বাচ্চা বাড়ির পাশ্বে খলিলের পুকুরে গোসল করতে যায়। এসময় জান্নাতুন ও তাজরিন পানিতে তলিয়ে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল।
তাজরিন বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী ছাত্রী ও
জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
পানিতে ডুবে দুজনের মৃত্যুর দুঃসংবাদে এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।