দিনাজপুর শহরের বড় মাঠ সংলগ্ন আলহাজ্ব জমির উদ্দিন চৌধুরী বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্স মার্কেটে অভিজাত্য ও মনোরম পরিবেশে উদ্বোধন করা হয়েছে ওয়েলকাম ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট।
শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েলকাম ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান জুয়েল, দিনাজপুর জিয়া হাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, কোষাধ্যক্ষ ডাক্তার গোলাম গাউস মন্টু, দিনাজপুর রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন, দিনাজপুর রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান এসএম মমিনুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে ওয়েলকাম ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অন্যান্য অতিথি বৃন্দদের অভ্যর্থনা জানান এই রেস্টুরেন্টের প্রোপাইটর মোহাম্মদ ওমর ফারুক দুলাল। উক্ত রেস্টুরেন্টে বিভিন্ন আইটেমের মধ্যে রয়েছে গোটা খাসি (খ্যাপচা), বার্গার পিজ্জা, কোলকাতা স্পেশাল পানিপুরি, ফালুদা স্পেশাল , দিল্লি স্পেশাল বেলপুরি, তুর্কি পাস্তা, চিকেন অন্থন, তুর্কি চিকেন পাস্তা, আদানি কাবাব, মালাই কাবাব, হারিয়ানা কাবাব, পাহাড়ি কাবাব, মাটন বটি কাবাব, বিভিন্ন ধরনের কোন আইসক্রিম, সামি-টিক্কা-চাপারি কাবাব সহ প্রায় ১৫০টি আইটেম পাওয়া যাবে।