চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ভারতে মুসলিম হত্যা ও মসজিদ-মাদরাসা ভাংচুরের প্রতিবাদে দিনাজপুরের চিরিরবন্দরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল শনিবার বাদ মাগরিব উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভূষিরবন্দর বাজারে তাওহীদি মুসলিম জনতা ও ইত্তেহাদুল ওলামা পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ভূষিরবন্দর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রংপুর-দিনাজপুর মহাসড়কের ধারে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি মাও. মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মাও. মো. আতিয়ার রহমান এবং অন্যান্যের মধ্যে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আজগার আলী শাহ, মাও. মো. মোজাহেদুল ইসলাম, মাও. মো. জয়নাল আবেদীন আনছারী প্রমূখ বক্তব্য রাখেন।