বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বোদায় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা, শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির অর্থ প্রদান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৩০, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ জীবনের প্রয়োজনে চাই শিক্ষা, সংকটেও সুরক্ষিত চাই শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা বিষয়ক গেøাবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাটে সেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি-ওয়ার্ল্ড কার্যালয়ের হল রুমে গণসাক্ষরতা অভিযানের সহায়তায় বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন বোদা উপজেলা শাখা এই আলোচনা সভা ও উপবৃত্তি প্রদান এর আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান করেন।
হাঙ্গার ফ্রি-ওয়ার্ল্ড এর ম্যানেজার মালেকা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বিকশিত বাংলাদেশের কর্মকর্তা অনিল কুমার শর্মা, শিক্ষক আনোয়ার হোসেন, আজগর আলী হারুন, শ্যামলী বেগম, কমিউনিটি ওয়ার্চ এর সদস্য রশিদা বেগম, পংঙ্কোচ রায়, যুব ফরামের সদস্য জাহিদ হাচান, শিক্ষার্থী শিমু আক্তার ও এনজিও কর্মকর্তা হারুন অর রশিদ। আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার শিক্ষানুরাগী, সাংবাদিক ও উমেন এন্ডিং হাঙ্গারের সদস্যরা আলোচনা সভায় অংশগ্রহন করে। সভা শেষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কলেজ পর্যায়ের ২৫ জন ও স্কুল পর্যায়ের ২৫ জন মোট ৫০ জন শিক্ষার্থীকে ৩ মাসের উপবৃত্তির অর্থ প্রদান করা হয়। কলেজ পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীর মাঝে ১৫ শত এবং স্কুল পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীর মাঝে ১২ শত করে টাকা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে চক্ষু বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত

বাবুল সভাপতি রানা সম্পাদক পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কাঁচা মরিচের কেজি ২০০

জনমনে মিশ্র প্রতিক্রিয়া রাণীশংকৈলে বিএনপি’র সম্মেলন দ্বি-বার্ষিক না ত্রি-বার্ষিক?

শিল্পকলা একাডেমির উদ্যোগে পঞ্চগড়ে পালাগানের উৎসব

মেডিকেলে চান্স পাওয়া মেয়ের পড়ালেখার দায়িত্ব নিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান

পঞ্চগড়ে ‘বীর নিবাস’ পেলেন ৫৯ জন বীর মুক্তিযোদ্ধা

মহিলা পরিষদের সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে চাই সমাজ ও রাষ্ট্রের প্রচলিত পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন

শেখ হাসিনা শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

যৌতুক না পেয়ে স্ত্রীকে পাশবিক নির্যাতন, স্বামী গ্রেপ্তার