Thursday , 1 May 2025 | [bangla_date]

আটোয়ারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ^ শ্রমিক দিবস পালন উপলক্ষে শ্রমিক সংগঠনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে ১ মে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন ও ব্যানারসহ একটি র‌্যালি বের করে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ফকিরগঞ্জ বাজার গোল চত্বরে( ট্রাফিক মোড়ে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা আমির মাওঃ মোঃ ইউনুস আলী খাঁন প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মোঃ খাদেমুল ইসলাম, রাধানগর ইউনিয়নের জামায়াত সেক্রেটারী গোলাম মুর্শীদ(যাদু), উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ তাজিমুল ইসলাম প্রমুখ। এখানে অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আটোয়ারী উপজেলা শাখা, আটোয়ারী উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন,, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক ইউনিয়ন ছিল উল্লেখযোগ্য। অপরদিকে কয়েকটি শ্রমিক সংগঠন পৃথক পৃথক ব্যানারসহ হাসপাতাল সংলগ্ন শ্রমিক ইউনিয়ন কার্যালয় এলাকায় একত্রিত হয়ে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার শ্রমিক ইউনিয়ন কার্যালয় এলাকায় উপস্থিত হয়। র‌্যালি শেষে দিবসটির উপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এখানে অংশগ্রহণকারী শ্রমিক সংগঠনের মধ্যে বাস,মিনিবাস, কোচ, মাইক্রেবাস শ্রমিক ইউনিয়ন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, ট্রাক, ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দর্জি কারিগর সমিতি, রং মিস্ত্রি শ্রমিক সমিতি, বৈদ্যুতিক কারিগরি শ্রমিক সমিতি, পাগলু ,আলফা শ্রমিক সমিতি,অটো চার্জার বাইক শ্রমিক সমবায় সমিতি ছিল উল্লেখযোগ্য। বক্তারা বলেন, দৈনিক আট ঘন্টা শ্রম ন্যায্য মজুরী ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালে পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্যদিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সাথে বিশ^ময় স্বীকৃতি লাভ করে। এই দিবস শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের অন্যতম দিন। দেশের অর্থনৈতিক উন্নয়ন- উৎপাদনের কারিগর হলো শ্রমিকরা। শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকা প্রয়োজন। কোন শ্রমিক যেন অবহেলার শিকার না হয়, সেদিকে লক্ষ্য রখতে হবে। বক্তারা আরো বলেন, শ্রমিকদের পাওনা সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে। কর্মক্ষেত্রে যাতে কোন ধরণের অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে মালিখ-শ্রমিক উভয়কে সচেতন থাকতে হবে। শ্রমিকদের সাথে মালিককে মিশে যেতে হবে। শ্রমিকরা মন-প্রাণ উজার করে কলকারখানায় কাজ করেন। শ্রমিকের সাথে সুসম্পর্ক স্থাপন এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিত করা মালিকের দায়িত্ব। বক্তারা বলেন, শ্রমিক-মালিকের মধ্যে বৈষম্য, নারী শ্রমিক ও পুরুষ শ্রমিকের মধ্যে মজুরী বৈষম্য দুর করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবি দিবস

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ ও জনবল সংকটে – রোগীদের ভোগান্তি

কোটা সংস্কার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকক তৌহিদুলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ

দেশ উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা —উপজেলা চেয়ারম্যান মুন্না

আগামীতে যারাই ফ্যাসিস্ট ও স্বৈরাচারি আচরন করবে তাদের পরিনতিও শেখ হাসিনার মতই হবে —-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন

বর্ণাঢ্য ও বর্ণিল নানান কর্মসুচী পালনের মধ্যদিয়ে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের শততম বর্ষ উদযাপন মিলন মেলায় পরিনত

রানীরবন্দরে উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুলের যাত্রা শুরু

রাণীশংকৈলে মোবাইল টেকনিশিয়ানদের বিসিপিআরটিএ কমিটি গঠন

বোদা উপজেলার কৃষকরা বর্তমানে আলু চায়ের দিকে ঝুকে পড়েছে