দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী।
শুক্রবার দুপুরের দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউপির ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০এর কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার উপপরিদর্শক কাওসার।
আটক বাংলাদেশিরা হলেন-ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বিএসএফ’র সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়।  এ ঘটনার পর ভারতীয় দুইজন নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে শ্যালো মেশিনের পানি পান করতে আসলে ফিলিপ সরেন, অবিনাশ টুডুকে এলাকাবাসী আটক করে। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিরলের ধর্মজইন বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার রেজাউল করিম জানান, বাংলাদেশী কৃষকদের ফিরিয়ে আনতে এ পর্যন্ত দুইবার চিঠি দেওয়া হয়েছে বিএসএফকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারতীয় পক্ষ থেকে কোন সাড়া মেলেনি। তবে পতাকা বৈঠকের বিষয়ে ৪২ ব্যাটালিয়ন থেকে অব্যাহত রেখেছে। এদিকে আটক ভারতীয় দুই নাগরিককে বিজেবি ক্যাম্পে রাখা হয়েছে।

 
                                            







 
                                    








