বোদা,পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন (৬০) এবং উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব (৪৬)কে পুলিশের ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনকে নিজ বাড়ি থেকে এবং ইউপি সদস্য জাকারিয়াকে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেপ্তার করে বোদা পুলিশ। পরে তাদের উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়েরডাংগা এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সন্ধ্যায় পঞ্চগড়ের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হলে জেলহাজতে প্রেরণ করেন আদালত।
এর আগে, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার বেংহারী বংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়ের ডাংগা এলাকায় মানিকপীর বেংহারি ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও ছাত্রদল নেতা সোহাগ হোসেন ৮৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০-২৫০জনকে আসামী করে বোদা থানায় বিস্ফোরকদব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন বোদা উপজেলার ঝলই শালশারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন এবং চন্দনবাড়ি ইউপি সদস্য জাকারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।