ঘোড়াঘাট ((দিনাজপুর) প্রতিনিধিঃ মাদকের ভয়াবহ থাবায় আমাদের সমাজ যখন জর্জরিত ঠিক তখনই মাদক বিরোধী আন্দলোনের ডাক দিয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্ত এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বিরিঞ্চি গ্রামবাসী, যুব সমাজ ও মসজিদ কমিটি। এলাকাবাসী মাদক কারবারিদেরকে মাদক নয়তো গ্রাম ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন।
শুক্রবার (৯ মে) বাদ জুম্মা বিরিঞ্চি গ্রামের বাসিন্দা ও মসজিদ কমিটির লোকজন আলোচনা শেষে মাদকের বিরুদ্ধে একটি রেজ্যুলিউশন পাস করেন। পরে গ্রামবাসী মিলে মাদক বিরোধী এক বিক্ষোভ মিছিল বের দিনাজপুরের ঘোড়াঘাট-গাইবান্ধার গোবিন্দগঞ্জ কামদিয়া রোডে এক প্রতিবাদ সমাবেশ করেন। এতে বিরিঞ্চি জামে মসজিদের সভাপতি সাব্বির আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উক্ত মসজিদের খতিব মাওলানা মাহমুদ হাসান, মসজিদের সাবেক সভাপতি শামসুল হক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গ্রামটিতে দীর্ঘ কয়েক বৎসর যাবত মাদকের ব্যবসা করে আসছিল মৃত ওয়াজেদ আলী মেনহাজ আলী ও জহুর আলীর ছেলে পাপ্পু মিয়া সহ আরও অনেকে। তাদের মাধ্যমে এলাকার কিশোর, তরুণ ও স্কুল পড়ুয়া ছেলে সহ যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পড়ে। এর আগে তাদের নামে একাধিক মামলা হলেও তারা জামিনে এসে আবার একই কাজ শুরু করে দিয়েছে। গ্রামবাসী তাদেরকে একাধিক বার সতর্ক করলেও তারা মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এতে করে বিভিন্ন এলাকার মাদকসেবীরা গ্রামে অবাধে যাতায়াত করে যা সমাজের পরিবেশ নষ্ট করে আসছে। এ সময় বক্তারা এ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের উদ্দেশ্যে বলেন, যদি প্রশাসন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে না পারে তাহলে আমরা সামাজিক ভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো।
সমাবেশ শেষে উপস্থিত এলাকাবাসী মাদক কারবারিদের বাড়িতে গিয়ে তারা মাদকের সাথে কোনো ভাবে জড়িত থাকবে না মর্মে লিখিত মুচলেকা নেন।
এসময় অনুষ্ঠানে বিরিঞ্চি গ্রামের বাসিন্দা মঞ্জুর রহমান আকাশ, মতিয়ার রহমান সহ গ্রামের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।