শুক্রবার , ৯ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাদক বিরোধী আল্টীমেটাম-মাদক ছাড় নয়তো গ্রাম ছাড়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৯, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ

ঘোড়াঘাট ((দিনাজপুর) প্রতিনিধিঃ মাদকের ভয়াবহ থাবায় আমাদের সমাজ যখন জর্জরিত ঠিক তখনই মাদক বিরোধী আন্দলোনের ডাক দিয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্ত এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বিরিঞ্চি গ্রামবাসী, যুব সমাজ ও মসজিদ কমিটি। এলাকাবাসী মাদক কারবারিদেরকে মাদক নয়তো গ্রাম ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন।
শুক্রবার (৯ মে) বাদ জুম্মা বিরিঞ্চি গ্রামের বাসিন্দা ও মসজিদ কমিটির লোকজন আলোচনা শেষে মাদকের বিরুদ্ধে একটি রেজ্যুলিউশন পাস করেন। পরে গ্রামবাসী মিলে মাদক বিরোধী এক বিক্ষোভ মিছিল বের দিনাজপুরের ঘোড়াঘাট-গাইবান্ধার গোবিন্দগঞ্জ কামদিয়া রোডে এক প্রতিবাদ সমাবেশ করেন। এতে বিরিঞ্চি জামে মসজিদের সভাপতি সাব্বির আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উক্ত মসজিদের খতিব মাওলানা মাহমুদ হাসান, মসজিদের সাবেক সভাপতি শামসুল হক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গ্রামটিতে দীর্ঘ কয়েক বৎসর যাবত মাদকের ব্যবসা করে আসছিল মৃত ওয়াজেদ আলী মেনহাজ আলী ও জহুর আলীর ছেলে পাপ্পু মিয়া সহ আরও অনেকে। তাদের মাধ্যমে এলাকার কিশোর, তরুণ ও স্কুল পড়ুয়া ছেলে সহ যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পড়ে। এর আগে তাদের নামে একাধিক মামলা হলেও তারা জামিনে এসে আবার একই কাজ শুরু করে দিয়েছে। গ্রামবাসী তাদেরকে একাধিক বার সতর্ক করলেও তারা মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এতে করে বিভিন্ন এলাকার মাদকসেবীরা গ্রামে অবাধে যাতায়াত করে যা সমাজের পরিবেশ নষ্ট করে আসছে। এ সময় বক্তারা এ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের উদ্দেশ্যে বলেন, যদি প্রশাসন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে না পারে তাহলে আমরা সামাজিক ভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো।
সমাবেশ শেষে উপস্থিত এলাকাবাসী মাদক কারবারিদের বাড়িতে গিয়ে তারা মাদকের সাথে কোনো ভাবে জড়িত থাকবে না মর্মে লিখিত মুচলেকা নেন।
এসময় অনুষ্ঠানে বিরিঞ্চি গ্রামের বাসিন্দা মঞ্জুর রহমান আকাশ, মতিয়ার রহমান সহ গ্রামের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়া ও তারেক জিয়া দন্ডিত আসামী তারা নির্বাচনে অংশ নিতে পারবে না–রেলপথ মন্ত্রী

বীরগঞ্জে ট্রাক চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত, চালক আহত

হিলি দিয়ে প্রথমবার ভারত  থেকে মিষ্টিআলু আমদানি

হিলি দিয়ে প্রথমবার ভারত থেকে মিষ্টিআলু আমদানি

বাংলাবান্ধায় পরিদর্শন করলেন বিএসএফের ইষ্টার্ণ কমান্ডের অতিরিক্ত মহা-পরিচালক

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৩টি পদে বৈধ প্রার্থী ১৩ জন

বীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দিনাজপুরে জাতীয় পাট দিবস পালিত

পৌরসভা নির্বাচন মেয়র পদে ঠাকুরগাঁওয়ে ৭ জন, রানীশংকৈলে ১২জনের মনোনয়ন পত্র দাখিল

পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে

শিক্ষায় সফলতা অনেকটাই অভিভাবকদের উপর নির্ভর করে —- রাণীশংকৈলের ইউএনও