Friday , 9 May 2025 | [bangla_date]

বীরগঞ্জে রাতের আঁধারে ৩হাজার সবজি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে রাতের আঁধারে ৩হাজার সবজি গাছ কেটে দিয়ে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ৫লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সবজি চাষী আবুল কালাম আজাদের প্রায় ২ একর জমির ৯০০টি করলা গাছ এবং ২০০০ঝিঙ্গা গাছ কেটে দিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে সবজি গাছের পরিচর্চা করতে গিয়ে গাছের গোড়া কাটা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন সবজি চাষী আবুল কালাম আজাদ।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কালাম আজাদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, তবে কেন এতোবড় ক্ষতি করলো আমার। কারো কোনো ক্ষতি না করেও আজ আমাকে পথে বসতে হচ্ছে। আমার ক্ষেতের গাছ কেটে দিয়ে আমার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে তারা।
তিনি জানান, সাড়ে ৩একর জমি রয়েছে তার। এরমধ্যে প্রায় ২একর জমিতে প্রায় ৯০০টি করলা ও ২০০০টি ঝিঙ্গা গাছের চারা রোপন করেছিলেন। ক্ষেতে ফসল আসা শুরু করেছে। ফসল বাজারজাত প্রক্রিয়ায় শুরু করার আগ মুহুর্তে বৃহস্পতিবার দুর্বৃত্তরা রাতের আধারে ফসলসহ গাছের গোড়া কেটে দিয়ে পালিয়ে যায়।
ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবেশি আব্দুল মালেক মাস্টার বলেন, ঘটনাটি ন্যাকার জনক। গাছে সাথে এতো বড় নির্মমতা বিবেক বর্জিত মানুষের দ্বারা সম্ভব। যারা এই ন্যক্কারজনক কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ জানিয়ে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে আদিবাংলার গ্রামীণ সংস্কৃতির তুমুড়ীবান ও পাতা খেলা

প্রখ্যাত সংগীতশিল্পী জানে আলম আর নেই অনলাইন প্রতিবেদক

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে দিনাজপুর একাডেমি চ্যাম্পিয়ন

চিরিরবন্দরে উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

সেন্ট যোসেফস্ স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

এবার এইচএসসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে হাবিপ্রবিতে অবহিতকরণ কর্মশালা

তেঁতুলিয়ায় ‘চায়ের উৎপাদনশীলতা ও গুণগত মান উন্নয়ন বিষয়ক পরামর্শক সভা

দিনাজপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা