শুক্রবার , ৯ মে ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে রাতের আঁধারে ৩হাজার সবজি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৯, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে রাতের আঁধারে ৩হাজার সবজি গাছ কেটে দিয়ে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ৫লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সবজি চাষী আবুল কালাম আজাদের প্রায় ২ একর জমির ৯০০টি করলা গাছ এবং ২০০০ঝিঙ্গা গাছ কেটে দিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে সবজি গাছের পরিচর্চা করতে গিয়ে গাছের গোড়া কাটা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন সবজি চাষী আবুল কালাম আজাদ।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কালাম আজাদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, তবে কেন এতোবড় ক্ষতি করলো আমার। কারো কোনো ক্ষতি না করেও আজ আমাকে পথে বসতে হচ্ছে। আমার ক্ষেতের গাছ কেটে দিয়ে আমার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে তারা।
তিনি জানান, সাড়ে ৩একর জমি রয়েছে তার। এরমধ্যে প্রায় ২একর জমিতে প্রায় ৯০০টি করলা ও ২০০০টি ঝিঙ্গা গাছের চারা রোপন করেছিলেন। ক্ষেতে ফসল আসা শুরু করেছে। ফসল বাজারজাত প্রক্রিয়ায় শুরু করার আগ মুহুর্তে বৃহস্পতিবার দুর্বৃত্তরা রাতের আধারে ফসলসহ গাছের গোড়া কেটে দিয়ে পালিয়ে যায়।
ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবেশি আব্দুল মালেক মাস্টার বলেন, ঘটনাটি ন্যাকার জনক। গাছে সাথে এতো বড় নির্মমতা বিবেক বর্জিত মানুষের দ্বারা সম্ভব। যারা এই ন্যক্কারজনক কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ জানিয়ে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে দিনাজপুর আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

আটোয়ারী মডেল মসজিদের শুভ উদ্বোধন

সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়-এমপি গোপাল

উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজকে প্রত্যাহার দাবিতে কাহারোলে ঘন্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি

রাণীশংকৈলে নববধূদের ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব,

পীরগঞ্জে কমরেড মনসুরুল আলমের স্মরণসভা অনুষ্ঠিত

ঠাকুরগায়ে দেশে প্রথমবারের মত সিলিকন উৎপাদন হচ্ছে

রাণীশংকৈলে নবযোগদান শিক্ষকদের আয়োজনে ই্ফতার মাহফিল