রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাসের ব্যবধানে হুহু করে বেড়ে গেছে রড ও সিমন্টের দাম। গত মাসে প্রতি কেজি রডের মূল্য ছিল ৫২টাকা বর্তমানে তা বেড়ে হয়েছে ৭২ টাকা এদিকে সিমেন্ট প্রতি বস্তার মূল্য ছিল ৪৩০ টাকা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা । রড ও সিমেন্ট ব্যাবসায়ী শাহী এমরান এন্টার প্রাইজ জানায়- বিশ্ব বাজারে কাঁচা মালের মূল্য বৃদ্ধি পাওয়ায় সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ ১লা মার্চে প্রতি বস্তায় ৫০টাকা এপ্রিলে বাড়িয়েছে আরো ১০টাকা। একই ভাবে বিশ্ব বাজারে কাঁচা মালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বেড়েগেছে রডের মূল্য।
এদিকে নির্মান কাজের ঠিকাদার আহম্মেদ হোসেন বিপ্লব জানায়- রড ও সিমেন্টের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ইতি পূর্বে বিভিন্ন নি¤œ দরে যে সব প্রকল্পের কাজ নেওয়া হয়েছে তা বাস্তবায়ন করতে গেলে লোকসান গুনতে হবে। পৌরসভার নাগরিক মাসউদ আলম জানায়- যে বাজেট নিয়ে ঘর নির্মান করতে নেমেছিলাম রড ও সিমেন্টের মূল্য বৃদ্ধি পাওয়ায় থমকে গেছে আমার ঘর নির্মানের কাজ, বাজার এখন সিন্ডিকেটের দখলে এভাবে চলতে থাকলে দেশের উন্নয়নে বাধা গ্রস্থ হবে। তরুণ সমাজ সেবক বকুল মজুমদার জানায়- এভাবে বিশ্ব বাজারে কাঁচা মালের মূল্য বৃদ্ধি হতে থাকলে দেশের উন্নয়ন কার্মকান্ড হ্রাস পাবে সাধারণ মানুষ তার লক্ষে পৌঁছতে পারবে না।