দিনাজপুরে চিরিরবন্দরে পুকুরে ডুবে আব্দুল্লাহ (৩) নামে এক শিশু ও সদরে নদীতে গোসলে নেমে মমিনুল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
জানা যায়, রোববার দুপুরে কিশোর মমিনুল ইসলামসহ তার কয়েকজন বন্ধু সদরের আত্রাই নদীর রাবার ড্যামে গোসল করতে যায়। রাবার ড্যামে গোসলে নামার পর মমিনুল ইসলাম নিখোঁজ হয়। পরে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে খুঁজে না পেলে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিকে ডাকা হয়। পরে রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে রবিবার সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে আব্দুল্লাহর মা রুমি আক্তার বড় ছেলে রেদোয়ান ও ছোট ছেলে আব্দুল্লাহকে নিয়ে চিরিরবন্দরের থানাপাড়া গ্রামে বাবার বাড়িতে আসেন। রোববার দুপুরে খেলতে গিয়ে পরিবারের অসতর্কতার কারণে আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা রাজধানীর জুরাইনের বাসিন্দা। তার বাবা মাসুদ রানা সৌদি প্রবাসী।
দিনাজপুর কোতোয়ালী থানার এসআই মুকুল নদীতে ডুবে কিশোর ও পুকুরে ডুবে শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।