দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের পৃথক দুটি সীমান্ত দিয়ে ২০জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরা সবাই কুড়িগ্রাম জেলার অধিবাসী।
মঙ্গলবার ভোর রাতে দিনাজপুর সেক্টরের ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপুর্ণ এলাকার বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩জনকে ভারতের কুশমন্ডি থানার মোল্লাপাড়া গেট দিয়ে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ৯জন শিশু ২জন নারী ২জন পুরুষ রয়েছেন। এসময় বিজিবি টহলরত সময় কয়েক দেখতে পেয়ে তাদেরকে আটক করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর সেক্টরের বিজিবির ৪২ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
তিনি আরও জানান, বিরলের এনায়েতপুর সীমান্তে অবস্থানরত বিজিবির টহল দল ১৩জনকে আটক করে।অন্যদিকে,মঙ্গলবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্তে সাতজনকে পুশইন করে।এসময় বিজিবির টহলদল আরও আটক করে। এদের মধ্যে রয়েছে দুইজন নারী, দুইজন পুরুষ এবং তিনজন শিশু।